‘সব সীমা’ তুলে নিলেন খামেনি
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩:৪৪, ৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৩:৪৪, ১০ অক্টোবর ২০২৫

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর থাকা সব সীমা তুলে নিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এটি কার্যকর হয়ে থাকলে, গত জুনের ভয়াবহ সংঘাতের পর তেহরানের প্রতিরক্ষা অবস্থানে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমেদ বখশায়েশ আরদেস্তানি বলেন, ‘ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নত করেছে এবং যতটা প্রয়োজন মনে করবে, ততটা উন্নত করবে।”
তিনি আরও বলেন, এর আগে খামেনি ক্ষেপণাস্ত্রের পাল্লা ২২০০ কিলোমিটারে সীমাবদ্ধ রেখেছিলেন, কিন্তু এখন তিনি এই সীমাবদ্ধতা তুলে নিয়েছেন।
আরদেস্তানির বলেন, ইরান এখন ক্ষেপণাস্ত্রের পাল্লার কোনো সীমা মানবে না। এটি তাদের সামরিক শক্তির “সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান” হিসেবে বিবেচিত হবে। ফলে তেহরান ভবিষ্যতে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক বা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির পথ আরও উন্মুক্ত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এই ঘোষণার একদিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছিলেন যে, ইসোয়েল ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, যেন যুক্তরাষ্ট্রকে ধোঁকা দিয়ে বোঝানো যায় যে তেহরান আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত যদি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হয়, তবে এটি শুধু ইসরাইল নয়, বরং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। আন্তর্জাতিক পরমাণু চুক্তি পুনরুজ্জীবনের আলোচনাও এতে বড় ধাক্কা খেতে পারে।