সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

ইরান ভেঙে দিল আইএইএর সঙ্গে সমঝোতা

পশ্চিমা নিষেধাজ্ঞায় তীব্র উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫:৪৫, ৭ অক্টোবর ২০২৫

পশ্চিমা নিষেধাজ্ঞায় তীব্র উত্তেজনা

ছবি : টাইমস অব ইসরায়েল

জাতিসংঘের পরমাণু কর্মসূচি বিষয়ক পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর সঙ্গে করা সহযোগিতা চুক্তি বাতিল করেছে ইরান। মঙ্গলবার (৭ অক্টোবর) তেহরানে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা দেন, ‘আইএইএর সঙ্গে আমাদের সহযোগিতার জন্য করা কায়রো চুক্তি এখন আর প্রাসঙ্গিক নয়।’


আরাঘচির বক্তব্যে উঠে এসেছে পশ্চিমা বিশ্বের প্রতি ইরানের গভীর ক্ষোভ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের তিন দেশ — ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি — ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করে নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। ফলে ওই চুক্তির ভিত্তি নষ্ট হয়ে গেছে।


গত জুনে ইসরাইলের ‘অপারেশন রাইজ়িং লায়ন’ নামে এক বিমান হামলায় ইরানের রাজধানী তেহরানসহ একাধিক পরমাণুকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। এরপর ২২ জুন যুক্তরাষ্ট্র ‘অপারেশন মিডনাইট হ্যামার’ চালিয়ে ফোরডো, নাতান্‌জ ও ইসফাহান কেন্দ্রগুলোতে বাঙ্কার ব্লাস্টার বোমা নিক্ষেপ করে।


ওই হামলার পর থেকেই তেহরান আইএইএর প্রতি আস্থা হারাতে শুরু করে। কারণ, সংস্থাটি ইসরাইলের হামলার নিন্দা জানায়নি— যা ইরানের মতে, এনপিটি (পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি)-এর দায়িত্ব লঙ্ঘন।


আরাঘচি তেহরানে বিদেশি কূটনীতিকদের এক বৈঠকে বলেন, ‘তিনটি ইউরোপীয় দেশ মনে করেছিল, তাদের হাতে চাপ প্রয়োগের হাতিয়ার আছে। এখন তারা সেই হাতিয়ার ব্যবহার করেছে—ফলাফলও দেখেছে। তাদের সঙ্গে এখন আর আলোচনার কোনো যৌক্তিকতা নেই।


তিনি আরও অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। কিন্তু ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরি করছে না—বরং শান্তিপূর্ণ প্রযুক্তি উন্নয়নই তাদের লক্ষ্য।


ওয়াশিংটন তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করার দাবি জানালেও ইরান তা মানতে অস্বীকৃতি জানিয়েছে। গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে যুদ্ধবিরতি হলেও পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।


বিশ্লেষকরা বলছেন, ইরান-আইএইএ সহযোগিতা ভেঙে যাওয়ার ফলে আন্তর্জাতিক পরমাণু তদারকি কাঠামো দুর্বল হবে, যা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘাতকে আরও উসকে দিতে পারে।

সূত্র: আলজাজিরা 
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন