১২০ ইরানিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ০১:১৮, ১ অক্টোবর ২০২৫ | আপডেট: ০২:৫৫, ১ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে ১২০ ইরানিকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়াকড়ি অভিবাসন নীতির ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিষয়ক কর্মকর্তা হোসেন নৌশাদি তাসনিম জানান, কয়েক দিনের মধ্যেই এই ইরানিদের দেশে ফেরত পাঠানো হবে।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তির অংশ হিসেবেই এই প্রত্যাবর্তন কার্যক্রম শুরু হয়েছে। ওই চুক্তির ভিত্তিতে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া প্রায় ১০০ ইরানিকে ফেরত পাঠানো হচ্ছে।
অভিবাসন সংস্থার তথ্যমতে, ৪০০ ইরানিকে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে, যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। ইতোমধ্যেই লুইজিয়ানা অঙ্গরাজ্য থেকে মার্কিন কর্তৃপক্ষের ভাড়া করা একটি উড়োজাহাজ কাতারে যাত্রাবিরতির পর মঙ্গলবার তেহরানে পৌঁছানোর কথা রয়েছে।
এএফপি জানায়, চলতি বছর যুক্তরাষ্ট্র এর আগে আরও বেশ কয়েকজন ইরানিকে দেশে ফেরত পাঠিয়েছে। তদের মধ্যে বেশিরভাগই খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
অভিবাসন নীতি কঠোর করার পর থেকে যুক্তরাষ্ট্রে থাকা বিভিন্ন দেশের অনিবন্ধিত নাগরিকরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। ইরানিদের ফেরত পাঠানোর এই পদক্ষেপও নতুন করে আলোচনায় এসেছে।