রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৫, আহত ২০
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৭:৩০, ১৮ আগস্ট ২০২৫

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই শিশুও রয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন।
সোমবার খারকিভের গভর্নর ওলেহ সিনিহুবভ টেলিগ্রামে এক বিবৃতিতে জানান, রবিবার গভীর রাতে শত্রুপক্ষের ড্রোন হামলায় নিহতদের মধ্যে রয়েছে মাত্র দেড় বছরের এক কন্যাশিশু। আর আহতদের মধ্যে আছে ছয়জন শিশু।
তিনি আরও জানান, দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি পাঁচতলা আবাসিক ভবনে চারটি রুশ ড্রোন আঘাত হানে। এতে ভবনের তিন তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। উদ্ধার তৎপরতা এখনো চলছে।
এর আগে রবিবার রাতে খারকিভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে অন্তত ১১ জন আহত হন, যাদের মধ্যে রয়েছে ১৩ বছরের এক শিশু। ক্ষতিগ্রস্ত হয় ১০টির বেশি আবাসিক ভবন।
ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, এক রাতে রাশিয়া মোট ১৪০টি ড্রোন নিক্ষেপ করে। এর মধ্যে ৮৮টি ভূপাতিত করা সম্ভব হয়। পাশাপাশি রাশিয়া চারটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করে।
রাশিয়ার পক্ষ থেকে এ হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত খারকিভ প্রায় সাড়ে তিন বছর ধরে চলমান যুদ্ধের শুরু থেকেই রুশ হামলার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হয়ে আছে।