ইয়েমেনের বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলি নৌবাহিনীর হামলা
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৭:৪০, ১৭ আগস্ট ২০২৫

ইসরায়েলি নৌবাহিনী ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালিয়েছে। রবিবার ভোরে এ হামলায় লক্ষ্যবস্তু করা হয় রাজধানীর দক্ষিণে সানহান জেলার হাজিজ সেন্ট্রাল পাওয়ার স্টেশনকে। খবর হুথি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সাবার।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি নৌবাহিনী বিদ্যুৎকেন্দ্রের জেনারেটরগুলোতে আঘাত হানে, যা হামলার পর অকার্যকর হয়ে পড়ে। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইয়েমেনের সিভিল ডিফেন্স অথরিটির এক সূত্র জানায়, হামলার পর বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান’ দেশটির এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে নিশ্চিত করেছে, হামলায় ইসরায়েলি নৌবাহিনী অংশ নেয়।
হুথিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য হিজাম আল-আসাদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, ‘অপরাধী ও দেউলিয়া শত্রু কেবলমাত্র সেবা ও বেসামরিক স্থাপনাই লক্ষ্যবস্তু করছে, যেমন বিদ্যুৎ ও পানির অবকাঠামো।’
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর থেকে হুথি যোদ্ধারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর, এডেন উপসাগর ও আরব সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে। অন্যদিকে গাজায় ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত প্রায় ৬১ হাজার ৯০০ মানুষের প্রাণহানি ঘটেছে।