বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

রাশিয়ার রায়জানে ভয়াবহ বিস্ফোরণে হতাহত শতাধিক

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ০০:১৩, ১৭ আগস্ট ২০২৫ | আপডেট: ১৬:৪৫, ১৭ আগস্ট ২০২৫

রাশিয়ার রায়জানে ভয়াবহ বিস্ফোরণে হতাহত শতাধিক

রাশিয়ার রায়জান অঞ্চলে একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত এবং ১৩০ জন আহত হয়েছেন। দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, শুক্রবার রাজধানী মস্কো থেকে প্রায় ৩২০ কিলোমিটার দক্ষিণপূর্বে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন।

রায়জান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ জানিয়েছেন, কারখানার একটি ওয়ার্কশপে আগুন লাগার পরই বিস্ফোরণ ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল তা এখনো স্পষ্ট নয়। কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে কোনো কারণ জানাতে পারেনি।

রয়টার্স জানিয়েছে, বিস্ফোরিত কারখানাটিতে কী ধরনের উৎপাদন হতো সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় কিছু গণমাধ্যমের দাবি, কারখানায় গানপাউডার মজুদ ছিল, সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে বিস্ফোরণ ঘটে।

এর আগে ইউক্রেনীয় ড্রোন রায়জান অঞ্চলে সামরিক ও বাণিজ্যিক অবকাঠামোতে হামলা চালিয়েছে বলে খবর প্রকাশ হয়েছিল। তবে কারখানার বিস্ফোরণের সঙ্গে সেই ঘটনার সরাসরি কোনো সম্পর্ক আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবারকে শোক জানিয়ে আহতদের দ্রুত সুস্থতার কামনা করেছেন গভর্নর মালকভ। একইসঙ্গে তিনি দুর্ঘটনার কারণ উদঘাটনে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: