খালেদা জিয়ার ৩ আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩:৩৭, ২৭ নভেম্বর ২০২৫
খালেদা জিয়ার ৩ আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ: সাধারণ সম্পাদক রাশেদ খাঁন / ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সম্মানে দিনাজপুর-৩-সহ তার নির্বাচনী তিনটি আসনে কোনো প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীতে দলের দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে এই তথ্য জানান দলের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
এসময় তিনি বলেন, খালেদা জিয়ার সম্মানে আমরা তার কোনো আসনেই প্রার্থী দেব না। তিনি যে যে আসনে নির্বাচন করবেন, সেখানে আমরা কোন প্রার্থী দেব না।
এসময় নির্বাচনী জোট নিয়ে রাশেদ খাঁন বলেন, ফ্যাসিবাদবিরোধী অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গেই নির্বাচনী জোটের প্রাথমিক আলোচনা চলছে। তবে কোনোটাই এখন পর্যন্ত চূড়ান্ত নয়। জোট হলে আলোচনা সাপেক্ষে প্রার্থিতা দেওয়া হবে।
একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের সমর্থন রয়েছে উল্লেখ করে গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, তবে আগে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে পরিবেশ তৈরি করতে হবে।
