সক্ষমতা অনুযায়ী শিক্ষকদের দাবি পূরণের প্রতিশ্রুতি তারেকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:০৯, ৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:৫৬, ৮ অক্টোবর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্রের সক্ষমতা অনুযায়ী বেসরকারি শিক্ষকদের দাবি পূরণ করবে বিএনপি। তিনি বলেন, শিক্ষা খাতের উন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় দলটি নীতিগতভাবে একমত এবং বাস্তবধর্মী পরিকল্পনা নিয়ে কাজ করছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। সারাদেশ থেকে কয়েক হাজার শিক্ষক ও কর্মচারী এ সমাবেশে অংশ নেন।
শিক্ষকদের মর্যাদা ও রোলমডেল বিষয়ক বক্তব্য
তারেক রহমান বলেন, "পারিবারিক পাঠশালার গণ্ডি পার হওয়ার পর প্রতিটি শিক্ষার্থীর প্রথম রোলমডেল হচ্ছেন শিক্ষক। কিন্তু শিক্ষকরা যদি সংসার ও সমাজে প্রতিনিয়ত টানাপড়নে থাকেন, তবে তাদের পক্ষে শিক্ষার্থীদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে রোলমডেল হিসেবে দাঁড়ানো সম্ভব নয়।"
তিনি আরও বলেন, বিএনপি এমন এক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষকরা আত্মসম্মান ও আর্থিক নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের সামনে দাঁড়াতে পারেন। এজন্য দলটি ইতিমধ্যে সুনির্দিষ্ট ও বাস্তবমুখী পদক্ষেপের পরিকল্পনা হাতে নিয়েছে, যা ক্ষমতায় গেলে বাস্তবায়ন করা হবে।
শিক্ষকদের চার দাবি
সমাবেশে শিক্ষক-কর্মচারীরা চার দফা দাবি উত্থাপন করেন—
১.অবসরের বয়স ৬৫ বছর নির্ধারণ,
২. চাকরি জাতীয়করণ,
৩. বেতন কাঠামোতে বৈষম্য দূরীকরণ,
৪. আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।
জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতিবিরোধী বার্তা
তারেক রহমান বলেন, `জ্ঞানভিত্তিক সমাজ গড়তে হলে শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রভাবশালী রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে মেধা, মনন ও জ্ঞানে এগিয়ে যেতে হবে।‘
তিনি স্কুল পর্যায়ে শিক্ষকদের দুর্নীতিবিরোধী সমাজ গড়ার দায়িত্ব নিতে আহ্বান জানান, পাশাপাশি প্রস্তাব করেন—স্বাধীনতা ও বিজয় দিবসের মতো রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের একজন করে শিক্ষককে আমন্ত্রণ জানানো বাধ্যতামূলক করা উচিত, প্রয়োজনে এ বিষয়ে অধ্যাদেশ জারি করতে হবে।