রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

শহিদুল আলমের সাহসী পদক্ষেপ ‘বিবেকের গর্জন’ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:০৫, ৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:০৬, ৪ অক্টোবর ২০২৫

শহিদুল আলমের সাহসী পদক্ষেপ ‘বিবেকের গর্জন’ 

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজার উদ্দেশে ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। তার এই পদক্ষেপকে কেবল মানবিক সংহতির প্রতীক নয়, বরং “বিবেকের গর্জন” হিসেবে বর্ণনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


গতকাল (শুক্রবার) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান শহিদুল আলমের এই উদ্যোগের প্রশংসা করে লিখেছেন,“কেবল সংহতির প্রতীক নয়, এটি বিবেকের এক গর্জন। বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়েছেন—বাংলাদেশের জনগণ কখনও নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।”


তারেক রহমান আরও উল্লেখ করেন, এই সাহসিকতা বাংলাদেশের মানুষের ন্যায়বোধ, মানবিকতা ও আন্তর্জাতিক সংহতির প্রতিফলন।
তিনি বলেন,“বিএনপি সব সময় শহিদুল আলম এবং ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে।”


উল্লেখ্য, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হলো একটি আন্তর্জাতিক মানবিক অভিযাত্রা, যার মাধ্যমে বিভিন্ন দেশের কর্মীরা ইসরায়েলের অবরোধ ভেঙে ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এই অভিযানে অংশ নেওয়া শহিদুল আলমের উপস্থিতি বাংলাদেশের পক্ষে একটি সাহসী ও নৈতিক অবস্থান হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনার জন্ম দিয়েছে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন