রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

কুমিল্লায় তারেক রহমান

ঐক্য না থাকলে ‘গুপ্ত স্বৈরাচার’ আসতে পারে 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২২:৩৭, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ঐক্য না থাকলে ‘গুপ্ত স্বৈরাচার’ আসতে পারে 

দল ও জনগণ ঐক্যবদ্ধ না থাকলে দেশে ‘গুপ্ত স্বৈরাচার’-এর আবির্ভাব ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, "আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে স্বাধীনতার পর ও ওয়ান ইলেভেন-পরবর্তী সময়ে যেমন স্বৈরাচার চেপে বসেছিল, তেমনি আবারও ‘গুপ্ত স্বৈরাচার’ দেখা দিতে পারে।”

শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা টাউন হল মাঠে দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তারেক রহমান আরও বলেন, গত ১৬ বছর বাংলাদেশে “ডাকাতদের” শাসন ছিল। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে। এখন দেশ গড়ার কাজে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, “ইসলামকে বিভক্ত করার চক্রান্তকারীদের রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। ধর্ম নিয়ে ব্যবসা করা শক্তিকে পরাজিত করতে নেতাকর্মীদের সচেতন থাকতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

শেষে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়— সভাপতি হয়েছেন জাকারিয়া তাহের সুমন এবং সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন