রোহিঙ্গাদের জন্য কক্সবাজারে ৩ হাজার টন ভোজ্য তেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৪৪, ৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৩:১৯, ৪ ডিসেম্বর ২০২৫
রোহিঙ্গাদের জন্য ৩ হাজার মেট্রিক টন সূর্যমুখীর তেল কক্সবাজারে পৌঁছেছে। ছবি: সংগৃহীত
রোহিঙ্গাদের রান্নার কাজে ব্যবহারের জন্য ৩ হাজার মেট্রিক টন সূর্যমুখীর তেল কক্সবাজারে পৌঁছেছে। বুধবার (৩ ডিসেম্বর) এ তেল পৌঁছায়। যুদ্ধকালীন ইউক্রেনীয় কৃষক এবং তাদের অর্থনীতিকে সমর্থন করার সময় বাংলাদেশে খাদ্য নিরাপত্তা জোরদার করার একটি অংশ এটি।
সুইডেন দূতাবাস জানিয়েছে, এই তেল আগামী তিন মাসে ১০ লাখ রোহিঙ্গার রান্নার চাহিদা মেটাতে সক্ষম। এই তেল ‘গ্রেইন ফ্রম ইউক্রেন’ মানবিক প্রোগ্রামের আওতায় সরবরাহ করা হয়েছে। সুইডিশ সরকার এই প্রকল্পে ৭ মিলিয়ন ডলার সহায়তা করেছে। প্রকল্পটির লক্ষ্য যুদ্ধকালীন ইউক্রেনীয় কৃষক ও তাদের অর্থনীতিকে সমর্থন করা এবং বাংলাদেশে খাদ্য নিরাপত্তা জোরদার করা।
প্রকল্পটি ২০২২ সালে বিশ্বের দরিদ্রতম দেশগুলোতে শস্য সরবরাহের জন্য চালু হয়েছিল। এর মাধ্যমে ক্ষুধা ও অপুষ্টির বিরুদ্ধে লড়াই, খাদ্য রপ্তানিতে ভর্তুকি এবং কৃষি স্থিতিস্থাপকতা বৃদ্ধির দীর্ঘমেয়াদি অংশীদারত্ব তৈরি করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেকজান্ডার পলিশচুক এবং বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ মার্ক সেরে-শার্লেট।
