ডিএমপিতে রদবদল
পাঁচ পুলিশ কর্মকর্তা নতুন পদে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:২৫, ৭ অক্টোবর ২০২৫
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত দুইটি পৃথক অফিস আদেশে এ রদবদল কার্যকর করা হয়।
প্রথম আদেশে ডিএমপির সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগে দায়িত্ব পালন করা অতিরিক্ত উপকমিশনার মুঈদ মোহাম্মদ রুবেলকে পিওএম-পূর্ব বিভাগে অতিরিক্ত উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা-মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসাইনকে অতিরিক্ত উপকমিশনার (গোয়েন্দা বিভাগ) এবং ট্রাফিক-ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনের সহকারী কমিশনার মো. আকতারুজ্জামানকে অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।
আরেক আদেশে ডিএমপির সহকারী কমিশনার ফারজানা হককে ট্রাফিক-রমনা বিভাগের ট্রাফিক-ধানমন্ডি জোনে এবং সহকারী কমিশনার মো. আব্দুল্লাহেল বাকীকে ট্রাফিক-ওয়ারী বিভাগের ট্রাফিক-যাত্রাবাড়ী জোনে পদায়ন করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, নিয়মিত প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে। কর্মকর্তারা তাদের নতুন দায়িত্বে দ্রুত যোগদানের নির্দেশ পেয়েছেন।
