রাবিতে ‘পোষ্য কোটা’ স্থগিত
রাবি প্রতিনিধি
প্রকাশ: ২০:২৭, ২১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২০:৫০, ২১ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত ‘পোষ্য কোটা’ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
এ ছাড়া ‘পোষ্য কোটা’কে কেন্দ্র করে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষার্থীদের ধ্বস্তাধস্তির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জরুরি সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ এসব তথ্য জানান।
রেজিস্ট্রার বলেন, “সিন্ডিকেট সভায় ‘পোষ্য কোটা’ স্থগিত করা হয়েছে। ফলে এখন থেকে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর কোন সন্তান ভর্তি পরীক্ষায় বিশেষ সুবিধা পাবে না।'
এই কর্মকর্তা আরও বলেন, গতকাল (শনিবার) ‘পোষ্য কোটা’কে কেন্দ্র করে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষার্থীদের ধ্বস্তাধস্তির ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট অভ্যন্তরীণ তদন্ত কমিটি এবং একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক সুবিধায় (‘পোষ্য কোটা’) ভর্তি আপাতত স্থগিত থাকবে।
অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ আরও বলেন, “এ বিষয়ে সিন্ডিকেটে রিপোর্ট করা হয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট সব বডির সঙ্গে আলোচনা শেষে অচিরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
এ ছাড়া সিন্ডিকেট থেকে যথাসময়ে রাকসু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনসহ শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে বলেও জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।