সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ

৬ যোদ্ধার মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫:৫৩, ৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:৫৫, ৪ অক্টোবর ২০২৫

৬ যোদ্ধার মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ছয় যোদ্ধার মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগও ছিল তাদের বিরুদ্ধে। শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মিজান জানায়, ইরান এই ছয় অভিযুক্তের ফাঁসি কার্যকর করেছে, যারা দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা খুজেস্তান প্রদেশে একাধিক হামলায় জড়িত ছিল বলে দাবি করছে কর্তৃপক্ষ। ২০১৮ ও ২০১৯ সালে বাসিজ প্যারামিলিটারি ফোর্সের চার সদস্য ও দুই পুলিশকে হত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়। আদালতে তারা খোররামশার অঞ্চলের একটি গ্যাস স্টেশন উড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথাও স্বীকার করেছে বলে দাবি করে রাষ্ট্রীয় সংস্থাগুলো।

তবে ফাঁসিতে ঝুলানো ছয়জনের নাম প্রকাশ করা হয়নি। একই দিনে আরেক কুর্দি যোদ্ধা সামান মোহাম্মাদির মৃত্যুদণ্ডও কার্যকর করা হয়। ২০১৩ সালে গ্রেপ্তার হওয়া মোহাম্মাদির বিরুদ্ধে ২০০৯ সালে সানানদাজ শহরে এক মসজিদের ইমামকে হত্যার অভিযোগ ছিল। পাশাপাশি ডাকাতি, অপহরণ ও সেনা সদস্য হত্যার অভিযোগও যুক্ত করা হয়।

এর ঠিক এক সপ্তাহ আগে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাহমান চুবিয়াসল নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছিল ইরান। তাকে ‘ইসরায়েলের হয়ে কাজ করা ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুপ্তচর’ হিসেবে বর্ণনা করা হয়।

রাষ্ট্রীয় মিডিয়া জানায়, চুবিয়াসল ইসরাইলি গোয়েন্দাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ইরানের টেলিকমিউনিকেশন প্রজেক্টের সংবেদনশীল তথ্য ফাঁস করেছেন বলে অভিযোগ প্রমাণিত হয়। ইরানের সুপ্রিম কোর্ট তার আপিল খারিজ করে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেয়।

সাম্প্রতিক মাসগুলোতে ইরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ডের ঘটনা বেড়েছে। বিশ্লেষকদের মতে, এটি তেহরানের নিরাপত্তা ব্যবস্থার কঠোরতা এবং মধ্যপ্রাচ্যে গোয়েন্দা যুদ্ধের নতুন মাত্রার ইঙ্গিত বহন করছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন