১০ শিশুর ৪ জনের রক্তে ’উদ্বেগজনক’ মাত্রায় সীসা, বেড়েছে সিজারিয়ান
দেশে প্রায় প্রতি ১০ জন শিশুর মধ্যে ৪ জনের রক্তেই `উদ্বেগজনক` মাত্রায় সীসার উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ১২-৫৯ মাস বয়সী শিশুদের ৩৮ শতাংশের (অর্থ্যাৎ প্রায় প্রতি ১০ জনে চারজন শিশু) এবং অন্তঃসত্ত্বা নারীদের প্রায় ৮ শতাংশের রক্তে সীসার মাত্রা `নিরাপদ সীমার চেয়ে বেশি`।