বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

কীভাবে ধ্বংস করা যায় ক্ষতিকর ‘ফরএভার কেমিক্যালস’

সমাজকাল ডেস্ক 

প্রকাশ: ১২:৫৩, ২১ আগস্ট ২০২৫

কীভাবে ধ্বংস করা যায় ক্ষতিকর ‘ফরএভার কেমিক্যালস’

PFAS কী এবং কেন বিপজ্জনক?

PFAS (Perfluoroalkyl and Polyfluoroalkyl Substances), যেগুলোকে সাধারণভাবে “ফরএভার কেমিক্যালস” বলা হয়, মানুষের তৈরি এমন একদল রাসায়নিক যা জলরোধী পোশাক, নন-স্টিক প্যান, লিপস্টিক থেকে শুরু করে খাবারের প্যাকেজিং—সব জায়গায় ব্যবহার হয়। এগুলো পানি ও তেল প্রতিরোধী হলেও পরিবেশে দ্রুত ভাঙে না এবং দীর্ঘ শতাব্দী ধরে থেকে যায়। এই কেমিক্যালস মানুষের শরীরে ক্যানসার, প্রজনন সমস্যা সহ নানা স্বাস্থ্যঝুঁকির সঙ্গে যুক্ত।


প্রচলিত নিষ্পত্তি পদ্ধতির সীমাবদ্ধতা

পানিতে ও মাটিতে মিশ্রিত PFAS শনাক্ত করে আলাদা করে কনসেন্ট্রেটেড বর্জ্য আকারে জমা রাখা যায়। কিন্তু এই বর্জ্যের পরিণতি কঠিন—

দীর্ঘমেয়াদী স্টোরেজ খুব ব্যয়বহুল

ইনসিনারেশন (পোড়ানো) অনেক সময় অসম্পূর্ণ হয় এবং বিষাক্ত ধোঁয়া তৈরি করে

হ্যাজার্ডাস ল্যান্ডফিলে ফেলা হয়, কিন্তু তাতেও দীর্ঘমেয়াদি ঝুঁকি থাকে


উদীয়মান সমাধান প্রযুক্তি

এখন ক্লিন-টেক কোম্পানিগুলো নতুন প্রযুক্তি এনেছে, যেগুলো PFAS ধ্বংস করতে সক্ষম। কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তি হলো:

১. Electrochemical Oxidation (EO)

পানিতে ইলেক্ট্রোড বসিয়ে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে PFAS ভেঙে ফেলা হয়।

উচ্চ তাপমাত্রা/চাপ লাগে না, সহজে বিদ্যমান পানি শোধন ব্যবস্থায় ব্যবহার করা যায়।

তবে এটি শক্তি-নিবিড় এবং ক্ষতিকর উপজাত যেমন হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস তৈরি করতে পারে।

কানাডার Axine Water Technologies ইতোমধ্যে একটি অটো-পার্টস কারখানায় বাণিজ্যিক ইউনিট চালু করেছে।

২. Supercritical Water Oxidation (SCWO)

পানি অতিরিক্ত তাপ ও চাপে সুপারক্রিটিক্যাল স্টেট-এ নিয়ে গিয়ে PFAS ভাঙা হয়।

তরল ও কঠিন দুই ধরনের PFAS বর্জ্য ধ্বংস করতে পারে, এমনকি গুঁড়ো করা প্লাস্টিকও।

তবে রিঅ্যাক্টর ব্যয়বহুল এবং রক্ষণাবেক্ষণ কঠিন।

মার্কিন প্রতিষ্ঠান 374Water এই প্রযুক্তি পরীক্ষা করছে অরল্যান্ডোর বৃহত্তম বর্জ্য শোধনাগারে।


৩. Hydrothermal Alkaline Treatment (HALT)

উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ এবং ক্ষারীয় রাসায়নিক ব্যবহার করে PFAS ধ্বংস করা হয়।

স্টার্ট-আপ Aquagga যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (DoD) জন্য অগ্নিনির্বাপক ফোমে থাকা PFAS সফলভাবে ধ্বংস করেছে।

৪.  Plasma-based Technology

আয়নিত গ্যাস (প্লাজমা) ব্যবহার করে PFAS আণবিক গঠন ভেঙে ফেলে।

বড় বাজার সুযোগ ও আইনি চাপ

যুক্তরাষ্ট্রে হাজারো মামলা চলছে PFAS দূষণ ও স্বাস্থ্যক্ষতির কারণে।

3M-এর মতো রাসায়নিক জায়ান্ট ইতোমধ্যে বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিয়েছে।

2031 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পানীয় জলে নির্দিষ্ট PFAS-এর আইনি সীমা কার্যকর হবে।

ইউরোপীয় ইউনিয়ন আগামী বছর থেকেই সদস্য রাষ্ট্রগুলোতে পানীয় জলে PFAS সীমা প্রয়োগ শুরু করবে।


এই কারণে শিল্প প্রতিষ্ঠান, পৌরসভা এবং সেনাবাহিনী PFAS ধ্বংস প্রযুক্তিতে বিনিয়োগ করছে।


সামরিক দূষণ ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ

মার্কিন সামরিক ঘাঁটিতে পুরোনো অগ্নিনির্বাপক ফোমের কারণে ব্যাপক PFAS দূষণ হয়েছে। ৭০০-র বেশি সাইটে দূষণের প্রমাণ বা সন্দেহ আছে।

আদালত সম্প্রতি সেনাবাহিনীর বিরুদ্ধে PFAS ক্ষতিমূলক মামলা চালানোর অনুমতি দিয়েছে।

DoD বিভিন্ন প্রযুক্তি পরীক্ষা করছে কার্যকারিতা ও খরচ বিবেচনায়।

চূড়ান্ত চ্যালেঞ্জ: উপজাত

বিশেষজ্ঞরা সতর্ক করছেন—প্রযুক্তি দিয়ে PFAS ভাঙার পরও ক্ষতিকর উপজাত তৈরি হতে পারে। যেমন:

EO-তে হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস

অন্যান্য পদ্ধতিতে অজানা বিষাক্ত রাসায়নিক


তবে কোম্পানিগুলোর দাবি, তারা এসব উপজাত মোকাবিলা করছে।


PFAS দূষণ ধ্বংস করা এখন এক বড় বৈশ্বিক চ্যালেঞ্জ। একদিকে যেমন বাজারে নতুন প্রযুক্তি আসছে, অন্যদিকে আইন কঠোর হচ্ছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ থেকে শুরু করে বিশ্বের নানা দেশে PFAS নিয়ন্ত্রণে উদ্যোগ জোরদার হয়েছে। সামনের বছরগুলোতে এই খাতে আরও উদ্ভাবন ও ব্যাপক বিনিয়োগ দেখা যাবে—কারণ একমাত্র কার্যকর ধ্বংসপ্রক্রিয়া দিয়েই পৃথিবীকে “ফরএভার কেমিক্যালস” থেকে রক্ষা করা সম্ভব।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: