বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রথম নারী দপ্তর পরিচালক

সমাজকাল

প্রকাশ: ২০:২৭, ৫ জুলাই ২০২৫

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রথম নারী দপ্তর পরিচালক

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রথম নারী দপ্তর পরিচালক। ‍সৌদি সরকার বেশ কয়েক বছর যাবৎ কর্মক্ষেত্রে নারীদের ব্যাপক অংশগ্রহণের ব্যাপারে গুরুত্ব দিচ্ছে। এবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে পরিচালক হিসেবে যোগ দিয়েছেন এক সৌদি নারী।

সমাজকাল ডেস্ক

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটির ইতিহাসে প্রথমবারের মতো প্রাদেশিক পর্যায়ে এক নারীকে দপ্তর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি নাজাহ ফালাহ আল-আজমি, তাকে আল-কুরাইয়াত গভর্নরেটের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দপ্তর পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য প্রশাসনে নাজাহ আল-আজমির রয়েছে দীর্ঘ ও সমৃদ্ধ অভিজ্ঞতা। তিনি আল-কুরাইয়াতে স্থানীয় স্বাস্থ্যসেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, বহু উন্নয়ন প্রকল্পের তত্ত্বাবধান করেছেন এবং কৌশলগত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেলের সরাসরি দিকনির্দেশনা ও সহায়তায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এটি সৌদি সরকারের সেই চলমান প্রচেষ্টার অংশ, যার লক্ষ্য হলো নারীদের সিদ্ধান্ত গ্রহণের স্তরে অধিক অন্তর্ভুক্ত করা, বিশেষ করে এমন খাতে, যা সরাসরি জনগণের কল্যাণ ও সমাজের সুস্থতার সঙ্গে সম্পর্কিত।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: