বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

উত্তরসূরি নিয়ে দালাই লামার ঘোষণা : “আমি শেষ নই”

সমাজকাল

প্রকাশ: ১৬:২৭, ২ জুলাই ২০২৫

উত্তরসূরি নিয়ে দালাই লামার ঘোষণা : “আমি শেষ নই”

সমাজকাল ডেস্ক : উত্তরসূরি নিয়ে দালাই লামার ঘোষণা : “আমি শেষ নই”, তিব্বতি বৌদ্ধ ধর্মের সর্বোচ্চ ধর্মীয় নেতা দালাই লামা ঘোষণা দিয়েছেন, তিনি এই ধর্মের শেষ নেতা নন এবং তাঁর উত্তরসূরি অবশ্যই আসবেন। ৮৯ বছর বয়সী এই নেতার বক্তব্য, “তিব্বতি বৌদ্ধ ধর্ম একটি দীর্ঘ ঐতিহ্য ও সংস্কৃতির ধারক। আমার পরেও এর নেতৃত্ব বজায় থাকবে।” তাঁর এই বক্তব্য ধর্মীয় ও রাজনৈতিক উভয় দিক থেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। দালাই লামা বর্তমানে ভারতে নির্বাসিত অবস্থায় রয়েছেন। ১৯৫৯ সালে চীনের দমন-পীড়নের বিরুদ্ধে বিদ্রোহের পর তিনি তিব্বত ছেড়ে ভারতে আশ্রয় নেন। সেই থেকেই তিনি তিব্বতের স্বাধীনতা ও ধর্মীয় অধিকারের এক দৃঢ় আন্তর্জাতিক মুখপাত্র। তিনি আরও বলেন, “ধর্মীয় নেতৃত্ব কোনো একক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। এটি একটি ধারাবাহিক ঐতিহ্য। ভবিষ্যতের দালাই লামা নির্ধারিত হবেন তিব্বতি জনগণের ইচ্ছা ও প্রয়োজনে।” চীন সরকার দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে, ভবিষ্যতের দালাই লামা বেছে নেওয়ার অধিকার তাদের। কিন্তু তিব্বতি জনগণ ও বিশ্বের তিব্বতি বৌদ্ধ নেতারা একবাক্যে এই দাবি প্রত্যাখ্যান করেছেন। বিশ্লেষকদের মতে, এই ঘোষণা কেবল এক ধর্মীয় বার্তাই নয়, বরং এটি চীনের হস্তক্ষেপের বিরুদ্ধে এক ধরনের শান্তিপূর্ণ প্রতিবাদও। এতে তিব্বতিরা নতুন করে অনুপ্রাণিত হবে, তাঁদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার সংগ্রামে। তিব্বতি বৌদ্ধ ধর্মে পুনর্জন্ম একটি গুরুত্বপূর্ণ বিশ্বাস। তাই পরবর্তী দালাই লামা কে হবেন, তা নিয়ে আলোচনা এখন থেকেই তীব্র হয়ে উঠেছে। দালাই লামার এই ঘোষণা ভবিষ্যতের পথ নির্ধারণে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: