বিশ্ব যেন যুদ্ধকে স্বাভাবিক ভাবতে না শেখে
সমাজকাল
প্রকাশ: ০১:০৫, ১৯ জুন ২০২৫

সমাজকাল ডেস্ক :
বিশ্ব যেন যুদ্ধকে স্বাভাবিক ভাবতে না শেখে, বুধবার পোপ লিও বলেন, বিশ্ব যেন যুদ্ধকে স্বাভাবিকভাবে মেনে নেওয়া না শেখে। কারণ যুদ্ধ কখনো বিজয় নয়, বরং সব সময় পরাজয়।
আনাদুলু এজেন্সির বরাতে জানা যায়, সাপ্তাহিক সাধারণ ধর্মোপদেশ সভায় বক্তৃতা করতে গিয়ে তিনি বলেন, ‘বিশ্বের যেসব অঞ্চলে যুদ্ধ চলছে, বিশেষ করে ইউক্রেন, ইরান, ইসরায়েল ও গাজা থেকে আসা আর্তনাদে আমাদের হৃদয় ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। আমরা যেন যুদ্ধকে স্বাভাবিক ভাবতে না শিখি! বরং অস্ত্রের মোহকে যেন আমরা একধরনের প্রলোভন হিসেবে প্রত্যাখ্যান করি।’
আধুনিক প্রযুক্তিগত উন্নতির ফলে অস্ত্র ব্যবস্থার ধ্বংসাত্মক ক্ষমতা যে ব্যাপকভাবে বেড়েছে, সেই বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে পোপ বলেন, ‘আধুনিক যুদ্ধে ব্যবহৃত শক্তিশালী অস্ত্রসম্ভার আমাদের অতীতের চেয়েও ভয়াবহ বর্বরতার দিকে ঠেলে দিচ্ছে।’
তিনি তার পূর্বসূরি পোপ ফ্রান্সিসের বক্তব্য উদ্ধৃত করে আরও বলেন, ‘যুদ্ধ সব সময়ই একটি পরাজয়!’
২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৫৫ হাজার ৬৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এছাড়া চলতি বছরের ১৩ জুন ইসরায়েল ইরানের বেশ কয়েকটি শহরে পারমাণবিক স্থাপনা ও উচ্চপদস্থ সামরিক ঘাঁটিগুলোতে একযোগে বড় ধরনের হামলা চালায়।
বুধবার ইরানি গণমাধ্যম জানায়, তেহরানসহ ঘনবসতিপূর্ণ বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত মৃত্যু বেড়ে ৫৮৫ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ১ হাজার ৩২৬ জন।
প্রতিশোধস্বরূপ ইরানও ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে ২৪ জন নিহত এবং ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।