বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

দেশে ফিরেছেন ৩৬৯ জন হাজি

সমাজকাল

প্রকাশ: ২২:৫৬, ১০ জুন ২০২৫

দেশে ফিরেছেন ৩৬৯ জন হাজি

     

দেশে ফিরেছেন ৩৬৯ জন হাজি। পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। প্রথম ফ্লাইটে ফিরেছেন ৩৬৯ জন হাজি। বিমানবন্দরে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

 

সমাজকাল ডেস্ক

  পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। প্রথম ফ্লাইটে ফিরেছেন ৩৬৯ জন হাজি। বিমানবন্দরে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।   সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আজ সকাল ১০টা ৪৫ মিনিটে।   প্রথম ফিরতি ফ্লাইটে হাজিদের প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে ছিল এক আনন্দঘন পরিবেশ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার নেতৃত্বে ফুল দিয়ে হাজিদের বরণ করে নেওয়া হয়। উপস্থিত ছিলেন হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও। এমন আয়োজনে স্পষ্টই ধরা পড়ে রাষ্ট্রীয়ভাবে হজযাত্রীদের প্রতি দায়িত্বশীলতা ও আন্তরিকতার বহিঃপ্রকাশ।   চলতি বছরের হজ মৌসুমে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন মুসল্লি হজ পালনের উদ্দেশে সৌদি আরবে গমন করেন। গত ২৯ এপ্রিল শুরু হওয়া হজ ফ্লাইট কার্যক্রম চলেছে টানা এক মাসেরও বেশি সময় ধরে এবং শেষ ফ্লাইটটি সৌদি আরবে গিয়েছে ১ জুন।   চলতি বছর হজ ব্যবস্থাপনা ছিল তুলনামূলকভাবে সুসংগঠিত ও স্বচ্ছ। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। দীর্ঘ সাধনার পর হজ পালন শেষে স্বদেশে ফেরা হাজিদের প্রত্যাবর্তনকে ঘিরে দেশে এখন বইছে আনন্দ ও প্রশান্তির আবহ।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: