হজের খুতবা আজ বিকেলে, ২১ ভাষায় সরাসরি সম্প্রচার
প্রকাশ: ১২:৩৩, ৫ জুন ২০২৫
পবিত্র হজের খুতবা আজ বিকেলে, ২১ ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে। আরাফার দিনে আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন শায়খ সালেহ হুমাইদ। নামিরাহ মসজিদ থেকে সরাসরি সম্প্রচারিত হবে বাংলাসহ ২১টি ভাষায় অনূদিত এই খুতবা।
আরাফাত ময়দানে লাখো হাজির কণ্ঠে উচ্চারিত হচ্ছে ‘লাব্বাইক’, খুতবা দেবেন শায়খ সালেহ হুমাইদ
সমাজকাল ডেস্ক:
আজ পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন—আরাফার দিন। সৌদি আরবের পবিত্র নগরী মক্কার ঐতিহাসিক আরাফাতের ময়দানে লাখো মুসলমান আজ বৃহস্পতিবার সকাল থেকেই সমবেত হয়েছেন। তাঁরা আল্লাহর রহমত ও ক্ষমা লাভের আশায় ইবাদত, তওবা, দোয়া ও মোনাজাতে মশগুল।
এদিন সৌদি স্থানীয় সময় দুপুর ১২টা (বাংলাদেশ সময় বিকেল ৩টা) থেকে নামিরাহ মসজিদ থেকে হজের খুতবা প্রদান করা হবে। মসজিদুল হারামের প্রবীণ ইমাম শায়খ সালেহ বিন আবদুল্লাহ হুমাইদ এ বছরের খুতবা প্রদান করবেন। মুসলিম বিশ্বের কোটি কোটি মানুষ সরাসরি সম্প্রচারের মাধ্যমে খুতবাটি শুনবেন।
‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাত
আজ সকাল থেকেই আরাফাতের ময়দানে প্রতিধ্বনিত হচ্ছে এক কণ্ঠে—
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক...’
এর বাংলা অর্থ:
“আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। তোমার কোনো শরিক নেই। সব প্রশংসা, নেয়ামত ও সাম্রাজ্য তোমারই।”
সাদা দুই টুকরা কাপড়ে শরীর আবৃত করে, মিনায় ফজরের নামাজ শেষে হজযাত্রীরা আরাফাতের পথে রওনা হন। এখানেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন।
বাংলাসহ ২১টি ভাষায় অনুবাদ হবে খুতবা
এই বছর হজের খুতবা বাংলাসহ ২১টি ভাষায় অনূদিত হবে। বাংলায় খুতবা অনুবাদ করবেন চার বাংলাদেশি আলেম—ড. খলীলুর রহমান,আ ফ ম ওয়াহিদুর রহমান মাক্কী,মুবিনুর রহমান ফারুক,নাজমুস সাকিব,তারা সবাই মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী।
নামাজ ও খুতবার আনুষ্ঠানিকতা
হজযাত্রীরা আরাফাতের ময়দানে অবস্থানকালে জামাতে জোহরের নামাজ আদায় করবেন নামিরাহ মসজিদে। নামাজ শেষে দেওয়া হবে খুতবা, যা ইসলামী চেতনায় গভীর তাৎপর্য বহন করে।