নেতাদের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৪৪, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২০:২৬, ২৩ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর শাহবাগে এনসিপি (ন্যাশনাল সিটিজেনস পার্টি) নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দলটির নেতাদের ওপর আওয়ামী লীগের হামলা ও ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। তারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র সফরে থাকা এনসিপি নেতাদের নিরাপত্তা দিতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে।
এনসিপি নেতারা বলেন, আওয়ামী লীগ ধারাবাহিকভাবে দেশে-বিদেশে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা চালাচ্ছে। বিশেষ করে গণঅভ্যুত্থানের নেতৃত্বকে টার্গেট করে এমন হামলা চালানো হচ্ছে। তারা এ ঘটনায় আওয়ামী লীগের বিচার দাবি করেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্কে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গীদের মধ্যে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ছিলেন।
জনএফ কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের একদল নেতাকর্মী স্লোগান দেন এবং একপর্যায়ে আখতার হোসেনের গায়ে ডিম নিক্ষেপ করেন। এ ঘটনায় এনসিপি সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে, যার জেরেই শাহবাগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।