ফেসবুকে সারজিস আলম
শাপলা প্রতীক না দিলে নির্বাচন কীভাবে হয় দেখে নেব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৪৮, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০৩:০৬, ২৪ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দাবি করা শাপলা প্রতীক না দিলে আগামী নির্বাচন কীভাবে হয়, তা দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব জানিয়েছেন যে সংশোধিত প্রতীকের তালিকায় শাপলা নেই। এর ফলে এনসিপি প্রতীক পাচ্ছে না, যদিও কোনো আইনগত বাধা নেই।
সারজিস লেখেন, “নিবন্ধনের জন্য আবেদন করার দিন আমরা স্পষ্টভাবে শাপলা প্রতীকের কথা জানিয়েছিলাম। তাহলে তালিকায় সেটি যুক্ত করার দায়িত্ব কার ছিল? এতদিন কি তারা ইসিতে বসে নাটক দেখেছে, নাকি স্বাধীন প্রতিষ্ঠান হয়েও অন্য কারও কথামতো চলেছে?”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির প্রতীক শাপলাই হতে হবে। অন্য কোনো বিকল্প নাই। নাহলে কোন নির্বাচন কীভাবে হয় আর কে কীভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে, সেটা আমরাও দেখে নেব।”
এর আগে দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, সংশোধিত প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে নতুন করে প্রতীক জমা দিতে হবে কমিশনে।