শাপলা প্রতীক থেকে সরছি না, ১৫০ আসনে জয়ী হবে এনসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:১৯, ২২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০১:৪৪, ২৩ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীকেই লড়বে এবং অন্তত ১৫০ আসনে জয়লাভ করবে বলে দাবি করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
পাটওয়ারী বলেন, “আমরা শাপলা প্রতীক থেকে সরছি না। সাদা শাপলা, লাল শাপলা বা তিনটি প্রতীকের মাধ্যমেই নিবন্ধন হতে হবে। এর বাইরে কোনো সিদ্ধান্ত হলে তা মানা হবে না। ইসি না মানলে কীভাবে আদায় করতে হয় আমরা জানি।”
তিনি জানান, নিবন্ধন, প্রতীক ও প্রবাসী ভোটাধিকার নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তাদের আলোচনা হয়েছে এবং কমিশন ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তাদের জন্য “সুখবর” আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
আগামী নির্বাচনে এনসিপি-র সম্ভাবনা প্রসঙ্গে পাটওয়ারী বলেন, “১৫০টির মতো আসনে জয়ী হওয়ার মতো সম্ভাবনা রয়েছে। প্রতিটি জেলায় সাবেক সেনা কর্মকর্তা, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নারী, কৃষক ও শ্রমিকসহ গণঅভ্যুত্থানে যারা ছিলেন, তাদের নিয়ে প্রার্থিতা দেওয়া হবে।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপি বর্তমানে সক্রিয়ভাবে মাঠে কাজ করলেও ১৫০ আসনের লক্ষ্য বাস্তবায়ন কতটা সম্ভব হবে তা এখনই বলা কঠিন। তবে দলটি নতুন ভোটার ও প্রবাসীদের ভোটাধিকার ইস্যুকে সামনে রেখে নিজেদের অবস্থান জোরালো করার চেষ্টা করছে।