ষোড়শ সংশোধনীর রায়ের রিভিউ শুনানি হতে পারে কাল
সমাজকাল
প্রকাশ: ১৪:২৩, ১৯ অক্টোবর ২০২২

সমাজকাল প্রতিবেদক:
কাল বৃহস্পতিবার (২০ অক্টোবর)শুনানি হতে পারে আদালতের বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে করা রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদনের ওপর।
অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে এ মামলার শুনানি করতে আপিল বিভাগে আবেদন করার পর গত ২৮ আগস্ট শুনানির জন্য এ দিন ধার্য করেছিল সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
২০১৭ সালের ডিসেম্বরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। সেই থেকে সাড়ে চার বছরের বেশি সময় ধরে আলোচিত এ মামলাটি রিভিউ শুনানির অপেক্ষায় রয়েছে।
১৯৭২ সালে প্রণীত সংবিধানে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা ছিল জাতীয় সংসদের কাছে। ১৯৭৫ সালের ২৪ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে এ ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করা হয়। ১৯৭৭ সালে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে উচ্চ আদালতের বিচারকদের অপসারণ ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে ন্যস্ত করা হয়। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে এ অপসারণ ক্ষমতা আবার জাতীয় সংসদে ন্যস্ত হয়।
এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৫ নভেম্বর উচ্চ আদালতের ৯ জন আইনজীবীর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়। শুনানি নিয়ে ৯ নভেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনীর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এটি কেন বাতিল ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দেয় হাইকোর্ট।
রুলের চ‚ড়ান্ত শুনানি শেষে ২০১৬ সালের ৫ মে হাইকোর্টের একটি বৃহৎ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী বাতিল ও অবৈধ বলে রায় দেয়। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে ২০১৭ সালের ৪ জানুয়ারি আপিল করে রাষ্ট্রপক্ষ। ১০ জন অ্যামিকাস কিউরির (আদালতকে আইনি সহায়তাকারী) বক্তব্য ও শুনানি শেষে ওই বছরের ৩ জুলাই হাইকোর্টের রায় বহাল রেখে আদেশ দেওয়া হয়। তখনকার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ আদেশ দেয়। একই বছরের ১ আগস্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। আপিল বিভাগের এ রায় পুনর্বিবেচনা চেয়ে ওই বছরের ২৪ ডিসেম্বর আবেদন করে রাষ্ট্রপক্ষ।