বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

মসজিদে হারামে নারীদের কোরআন হিফজ প্রোগ্রাম

সমাজকাল

প্রকাশ: ২১:২৬, ২৮ জুলাই ২০২৫

মসজিদে হারামে নারীদের কোরআন হিফজ প্রোগ্রাম

মসজিদে হারামে নারীদের কোরআন হিফজ প্রোগ্রাম, নারীদের কোরআনিক শিক্ষা গ্রহণের সুযোগ সম্প্রসারণ, কোরআনের প্রতি সংযুক্তি বৃদ্ধি এবং ধর্মীয় জ্ঞানচর্চার পরিবেশ গড়ে তোলার লক্ষে এই আয়োজন করা হয়েছিল। সমাজকাল ডেস্ক মক্কার মসজিদে হারামে আয়োজিত নারীদের জন্য গ্রীষ্মকালীন কোরআন হিফজ কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। ষোলোশর বেশি নারী অংশগ্রহণকারীর মাধ্যমে অনুষ্ঠিত এ মহতী কর্মসূচির আয়োজন করেছিল ‘দ্য উইমেন্স কোরআন সার্কেলস অ্যান্ড সেশনস সেন্টার’, যা পরিচালিত হয় দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সির অধীনে। এই উদ্যোগ ছিল ওমরাহ মৌসুমে পবিত্র মসজিদে হারামের পরিচালন পরিকল্পনার অংশ, যার মাধ্যমে ওমরাহ পালনে আগত মুসলিম নারীরা একটি আধ্যাত্মিক পরিবেশে কোরআনিক শিক্ষা গ্রহণের সুযোগ লাভ করেন। ১৪৪৬ হিজরির ২৫ জিলহজ্জ থেকে শুরু হওয়া এই কোর্সে ৬২টি কোরআনিক সার্কেলের মাধ্যমে তিনটি স্তরে শিক্ষাদান করা হয়। কোর্স শেষে ৫৫ জন শিক্ষার্থী কোরআনের সম্পূর্ণ খতম সম্পন্ন করেন বিভিন্ন স্বীকৃত কেরাতে। অন্যদিকে আরও ১৪০ জন শিক্ষার্থী কোরআন দুইবার খতম করে হিফজের পুনরাবৃত্তি নিশ্চিত করেন। পুরো কোর্সটি পরিচালনা করেন অভিজ্ঞ নারী শিক্ষিকা ও কোরআনের কারীরা, যারা নিয়মতান্ত্রিক পাঠ ও সংশোধনের মাধ্যমে অংশগ্রহণকারীদের হিফজ ও তেলাওয়াতে সহায়তা করেন। এই উদ্যোগ মসজিদে হারাম ও মসজিদে নববীর প্রশাসনের সেই ধারাবাহিক উদ্যোগের অংশ, যার মাধ্যমে নারীদের কোরআনিক শিক্ষা গ্রহণের সুযোগ সম্প্রসারণ, কোরআনের প্রতি সংযুক্তি বৃদ্ধি এবং ধর্মীয় জ্ঞানচর্চার পরিবেশ গড়ে তোলার প্রয়াস নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: