৩০ দলের মতামতের ওপর ভিত্তি করে শুরু কাঠামোগত সংস্কার: আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৪৫, ২৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৪:৫০, ২৩ নভেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। ছবি: সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনে অংশ নেওয়া ৩০টিরও বেশি রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে যে প্রস্তাবনা তৈরি হয়েছে, তার মাধ্যমে দেশের কাঠামোগত ও সাংবিধানিক সংস্কারের সূচনা করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।
রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর সোনারগাঁওয়ে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশনস–এ প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন,“একটি দলিল দিয়ে সব সংস্কার সম্ভব নয়, তবে এটি দীর্ঘমেয়াদি কাঠামোগত সংস্কারের সূচনা হতে পারে।”
তার মতে, দক্ষিণ এশিয়ার বহু দেশেই ক্ষমতাসীনরা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজেদের ক্ষমতা সুসংহত করেছে। এই প্রবণতার কারণে গণতন্ত্র দুর্বল হয়েছে এবং মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়েছে।
তিনি আরও বলেন, “কর্তৃত্ববাদী সরকারগুলো অর্থনৈতিক উন্নয়ন করলেও গণতন্ত্র ও মৌলিক স্বাধীনতা নিশ্চিত না করায় দেশব্যাপী গণ-অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হয়েছে।”
প্যানেল আলোচনায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাজনৈতিক গবেষক, কূটনৈতিক বিশ্লেষক ও নীতিনির্ধারকরা। আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তরকে টেকসই করতে হলে ঐকমত্যভিত্তিক কাঠামোগত সংস্কার অত্যন্ত জরুরি।
