সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

৩২ ঘণ্টায় ৪ বার ভূমিকম্প দেশে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:২৪, ২২ নভেম্বর ২০২৫ | আপডেট: ০১:৫৫, ২৩ নভেম্বর ২০২৫

৩২ ঘণ্টায় ৪ বার ভূমিকম্প দেশে

প্রতীকী ছবি

দেশে শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় সেকেন্ডের ব্যবধানে দুই দফা ভূমিকম্প হয়েছে। সন্ধ্যা ৬টা ৬ মিনিটে প্রথম দফা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডায় ও অপরটি নরসিংদীতে। এর আগে সকাল ১০টা ৩৬ মিনিটে আরেক দফা মৃদু মাত্রার ভূকম্পন অনুভূত হয়। সে হিসাবে সাড়ে সাত ঘণ্টার ব্যবধানে শনিবার তিন দফা ভূমিকম্পের মুখে পড়ল বাংলাদেশ।

ঢাকার আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র এই তথ্য জানিয়েছে।

কেন্দ্রের কর্মকর্তা রুবাঈয়্যাৎ কবীর বলেন, ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে একটি এবং ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে আরেকটি ভূমিকম্প হয়েছে।

সন্ধ্যায় প্রথম দফা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডায়। রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পটিকে ‘মৃদু’ বলেছে আবহাওয়া অফিস।

সেকেন্ডর ব্যবধানে দ্বিতীয় দফা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৩ কিলোমিটার দূরে নরসিংদীতে। রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পটিকে ‘হালকা’ বলা হয়েছে।

এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে আরেকটি মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সেটির উৎপত্তিস্থলও ছিল নরসিংদীতে এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩। প্রথমে যদিও এর উৎপত্তিস্থল সাভারের বাইপাল বলা হয়েছিল।

আগের দিন শুক্রবার সকালে তীব্র ঝাঁকুনিতে পুরো দেশ কেঁপে ওঠার পর এ নিয়ে প্রায় ৩২ ঘণ্টায় চারবার ভূমিকম্প অনুভূত হলো।

তবে শনিবারের তিন দফা ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পায়নি ফায়ার সার্ভিস।

ঢাকার ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র সন্ধ্যায় দুই দফা ভূমিকম্প হওয়ার কথা বললেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বাংলাদেশে একটি ভূমিকম্প হওয়ার তথ্য দিয়েছে। সন্ধ্যা ৬টা ৬ মিনিটের এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। এটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ঢাকার ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রও একই তথ্য দিয়েছে।

অপরদিকে ইউরোপীয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস) বাংলাদেশে শনিবার সন্ধ্যায় একটি ভূমিকম্প হওয়ার তথ্য দিয়ে বলছে, সন্ধ্যা ৬টা ৬ মিনিটের এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭। উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে আট কিলোমিটার উত্তর উত্তর-পূর্ব দিকে।

এদিকে সন্ধ্যায় ফের রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাকে কাঁপিয়ে যাওয়া ভূমিকম্পের ঘণ্টাখানেক পর রাজধানীর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, কোথাও থেকে কোনো ফোন আসেনি।

শনিবার কয়েক ঘণ্টার মধ্যে তিনবার ভূকম্পন অনুভূত হওয়ার আগের দিনই শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পের কবলে পড়ে বাংলাদেশ। তাতে তিন জেলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়, আহত হয় ছয় শতাধিক মানুষ। ঢাকার বহু ভবনে ফাটল, কোথাও কোথাও হেলে পড়ার ঘটনা ঘটে।

রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীরই মাধবদীতে, কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু