দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ, কন্ট্রোল রুম চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:১৮, ২১ নভেম্বর ২০২৫
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক। ছবি: সংগৃহীত
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক। এ জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে দেশে গত ৩০ বছরের ইতিহাসে সর্বোচ্চ শক্তিশালী বড় ভূমিকম্প হয়ে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। স্থায়ীত্ব ছিল ২৬ সেকেন্ড।
নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পে সারা দেশে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু ও দুই শতাধিক মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বহু ভবনে ফটল ধরেছে ও ভবনের পলেস্তারা খসে পড়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা প্রদান করা হয়েছে। দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে তা অবহিত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে তাৎক্ষণিক একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের টেলিফোন ০২৫৮৮১১৬৫১ নম্বরে সবাইকে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
পাশাপাশি, এ নিয়ে কোনও ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। নাগরিকদের নিরাপত্তা বিধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
