ঝুঁকিপূর্ণ বাংলাদেশ, আরও বড় ভূমিকম্পের আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:১১, ২১ নভেম্বর ২০২৫
আরও বড় ভূমিকম্পের আশঙ্কা। ছবি: সংগৃহীত
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে দেশে গত ৩০ বছরের ইতিহাসে সর্বোচ্চ শক্তিশালী বড় ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। স্থায়ীত্ব ছিল ২৬ সেকেন্ড।
নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পে সারা দেশে ১০ জনের মৃত্যু ও দুই শতাধিক মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এরপরই আবহাওয়া অধিদপ্তর ভবিষ্যতের এর চেয়েও বড় ভূমিকম্পের ব্যাপারে সতর্ক করে দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির গণমাধ্যমকে বলেছেন, ঢাকা এবং এর আশপাশে বিগত কয়েক দশকে সংঘটিত হওয়া ভূমিকম্পের মধ্যে এটাই সবচেয়ে শক্তিশালী এবং সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প। এ সময়ে দেশের অন্যান্য অঞ্চলে ৪ থেকে ৫ মাত্রার সামান্য বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এগুলোর উৎপত্তিস্থল ছিল দেশের বাইরে।
তিনি জানান, ঐতিহাসিকভাবে এ অঞ্চলে একাধিক বড় ভূমিকম্প সংঘটিত হয়েছে। যা প্রমাণ করে যে, এটি ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকা। যেকোনো সময় বাংলাদেশে আরও বড় ভূমিকম্প হতে পারে। ঠিক কবে হবে সেটা আমরা বলতে পারি না।
