সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

এলেঙ্গায় রাধাগোবিন্দ রাসলীলা মন্দিরের ১১ প্রতিমা ভাঙচুর

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১৪:৪৩, ৯ নভেম্বর ২০২৫

এলেঙ্গায় রাধাগোবিন্দ রাসলীলা মন্দিরের ১১ প্রতিমা ভাঙচুর

এলেঙ্গায় রাধাগোবিন্দ রাসলীলা মন্দিরের ১১ প্রতিমা ভাঙচুর। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকার সর্বজনীন রাধাগোবিন্দ রাসলীলা মন্দিরে ১১টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টার পর এ ঘটনা ঘটে। তবে কারা এ ভাঙচুরের সঙ্গে জড়িত, তা এখনো জানা যায়নি। রাত আটটা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দাখিল করা হয়নি।

স্থানীয়রা জানান, এলেঙ্গা পৌর এলাকার রাধাগোবিন্দ রাসলীলা মন্দিরে গত মঙ্গলবার বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা ফুল ও জল নিয়ে প্রতিদিনের মতো পূজা দিতে যান। সকাল সাড়ে ১০টার দিকে দুলালী রাণী নামের এক নারী মন্দিরে প্রবেশ করে দেখেন— মন্দিরের ১১টি প্রতিমা ভাঙচুর অবস্থায় পড়ে আছে। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে বিষয়টি দেখতে পান।

এ বিষয়ে দুলালী রাণী বলেন, “সকালে অনেকেই ফুলজল দিয়ে পূজা করে গেছেন। তখন সব ঠিকঠাক ছিল। আমি সাড়ে ১০টার দিকে এসে দেখি সব প্রতিমা ভাঙা। তখনই সবাইকে খবর দিই।”

মন্দির পরিচালনা কমিটির সদস্য ও এলেঙ্গা জিতেন্দ্র বালা উচ্চবালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র দাশ বলেন, “সকালে স্কুলে যাওয়ার পর খবর পাই, কে বা কারা মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাতেই থানায় লিখিত অভিযোগ করা হবে।“
বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের কালিহাতী শাখার সদস্যসচিব প্রবাল কমল ভট্টাচার্য বলেন, “প্রশাসনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছি।”

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে, প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।”

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

শেখ রেহানাসহ ১৭ আসামির বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার জবানবন্দি গ্রহণ
ঢাকায় একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ
খুলনায় নানি ও দুই নাতি-নাতনির মরদেহ উদ্ধার
উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ
কাপ্তাই সড়কে সিএনজির উপর হাতির হামলা, প্রাণ গেল বৃদ্ধার
স্টারবাকস বয়কটের ডাক মেয়র জোহরান মামদানির
ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ১১, নিখোঁজ ১২
ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া ফ্যাসিবাদ হটানো সম্ভব নয়—জোনায়েদ সাকি
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ব্যাপক রদবদল, ১৫ কর্মকর্তার বদলি
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭০০
যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য কড়াকড়ি
ট্রেনের লাগেজ ভ্যান কেনায় ৩৫৮ কোটি টাকার ক্ষতি, রেলের ছয় কর্মকর্তা দুদকের মামলার মুখোমুখি
ট্রেনের লাগেজ ভ্যান কেনায় ৩৫৮ কোটি টাকার ক্ষতি, রেলের ছয় কর্মকর্তা দুদকের মামলার মুখোমুখি
মোহাম্মদপুরে ৬ পেট্রল বোমা উদ্ধার, আটক ১
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রেম চোপড়া
লিঙ্গ বৈষম্য নিয়ে নতুন বিতর্কে কঙ্গনা রানাউত
বিভিন্ন দেশের ১৫ হাজার প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব
১০ বছর পর বড় পর্দায় ফিরছেন বজরঙ্গি ভাইজানের ‘মুন্নি’
চুড়ান্ত নিবন্ধন দৌঁড়ে এগিয়ে এনসিপি ও বাসদ, পিছিয়ে আমজনগণ পার্টি
গাজা পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোট সোমবার