মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

| ৬ কার্তিক ১৪৩২

মেঘনায় আটক ২৮ জেলে, জব্দ ইলিশ গেল এতিমখানায়

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৯:৩১, ২১ অক্টোবর ২০২৫

মেঘনায় আটক ২৮ জেলে, জব্দ ইলিশ গেল এতিমখানায়

বরিশালের হিজলা উপজেলাধীন মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ২৮ জেলেকে আটক করেছে প্রশাসন। পরে তাদের কারাদণ্ড ও জরিমানা করা হয়। তাদের থেকে জব্দ করা ইলিশ পাঠিয়ে দেওয়া হয় স্থানীয় এতিমখানায়।

সোমবার (২০ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত মেঘনা নদীতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ড যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

তিনি জানান, অভিযানে ২ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। পাশাপাশি ১৭০ কেজি ইলিশ মাছ জব্দ করে দুটি এতিমখানায় বিতরণ করা হয়।

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে আটক ২৮ জনের মধ্যে ১৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ৯ জনকে ১০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন