প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
৪ দিনেও মামলা হয়নি
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩:৩০, ১৭ অক্টোবর ২০২৫

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের ভাইজোড়া গ্রামে ৭০ বছর বয়সী মো. দিনু ফকিরের বিরুদ্ধে প্রথম শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৩ অক্টোবর), তবে চার দিন পেরিয়ে গেলেও মামলা হয়নি। স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপেই অভিযোগ দায়ের করা যায়নি বলে জানিয়েছে শিশুটির পরিবার।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বিকেলে মেয়েটি গ্রামের পাশের মাঠে খেলা করছিল। এসময় অভিযুক্ত দিনু ফকির টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে এলে পরিবারের কাছে ঘটনা প্রকাশ পায়।
পরিবার অভিযোগ করেছে, ঘটনার পর থেকেই জামায়াত নেতা ফরহাদসহ স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ঘটনাটি ‘মীমাংসা’ করার চেষ্টা করছে। ফরহাদ স্বীকার করে বলেন, ‘মেয়ের বাবাকে কিছু টাকা দেওয়ার কথা হয়েছে। ১০ হাজার টাকা দেওয়া হয়েছে, বাকিটাও দেওয়া হবে। লেখালেখির দরকার নাই।’
অভিযুক্তের ছেলে রাজু ফকিরও বলেন, ‘বিষয়টা মিটমাট হয়ে গেছে। এখানে সাংবাদিকদের দরকার নাই।’ অভিযুক্ত দিনু ফকির নিজেকে পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য বলে দাবি করে ঘটনাটি অস্বীকার করেছেন।
নাজিরপুর থানার ওসি মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানিয়েছেন, ‘এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নীরবতা এবং প্রভাবশালীদের মধ্যস্থতার ফলে একটি শিশু নির্যাতনের ঘটনায় ন্যায়বিচার বিলম্বিত হচ্ছে।
মানবাধিকার কর্মীরা বলছেন, এই ধরনের ঘটনাগুলো গ্রামীণ সমাজে ‘টাকা দিয়ে মিটমাট’ সংস্কৃতির কারণে ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে অসংখ্য ভুক্তভোগী পরিবার।