উখিয়া-টেকনাফে শান্তিপূর্ণভাবে শেষ দুর্গাপূজার আনুষ্ঠানিকতা
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ২০:৫৩, ২ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:০৬, ২ অক্টোবর ২০২৫
কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত এলাকায় শারদীয় দুর্গাপূজাকে ঘিরে পূজামণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টানা ৯ দিন নিরাপত্তার দায়িত্ব পালন করেন উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) সদস্যরা। পূজা শেষে বিজয়া দশমীর দিন বৃহস্পতিবার (২ অক্টোবর) নিরাপদে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করে দেন তারা।
গত ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয় উখিয়া-টেকনাফ এলাকার ছয়টি পূজামণ্ডপে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি, টহল এবং সীমান্তবর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে বিজিবি। বিজয়া দশমীর দিনে বাহারছড়া মেরিন ড্রাইভ ও নাফ নদীর দুটি পয়েন্টে প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
১ অক্টোবর উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি হ্নীলা এলাকায় দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা কমিটির সদস্য ও স্থানীয় পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মন্দিরের পুরোহিতদের হাতে উপহার তুলে দেন।
তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, বরং সীমান্তবর্তী জনগণের শান্তি ও সম্প্রীতির জন্যও কাজ করে। পূজার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি—এটি বিজিবির পেশাদারিত্বেরই প্রমাণ।”
সংশ্লিষ্টরা বলছেন, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠার পর থেকেই সীমান্ত অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে কাজ করছে। এবারের পূজায় সফল নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে তারা আবারও স্থানীয় জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
