শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

চাকসু নির্বাচন পিছিয়ে ১৫ অক্টোবর

চবি প্রতিনিধি

প্রকাশ: ১৭:০১, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৯:১৪, ২৩ সেপ্টেম্বর ২০২৫

চাকসু নির্বাচন পিছিয়ে ১৫ অক্টোবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর (বুধবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ও সদস্য সচিব ড. এ.কে.এম. আরিফুল হক সিদ্দিকী।

এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ১২ অক্টোবর। তবে সর্বশেষ ঘোষণায় তিন দিন পিছিয়ে নির্বাচন অনুষ্ঠানের দিন চূড়ান্ত হলো। মনোনয়নপত্র জমাদান শেষ হয়েছে ১৮ সেপ্টেম্বর।

নির্বাচন কমিশনের প্রকাশিত সূচি অনুযায়ী, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশিত হবে ২২ সেপ্টেম্বর এবং ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

চাকসু ও হল সংসদ নির্বাচনে এবারের প্রতিদ্বন্দ্বিতায় শিক্ষার্থীদের আগ্রহ বেশ উল্লেখযোগ্য। কমিশনের তথ্যমতে, সর্বমোট জমা পড়েছে ৯৩১টি মনোনয়নপত্র। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ৪২৯ জন প্রার্থী এবং হল সংসদে জমা পড়েছে ৫০২টি মনোনয়নপত্র। মনোনয়নপত্র বিতরণ হয়েছিল মোট ১ হাজার ১৬৪টি।

চাকসু নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররাজনীতির উষ্ণতা ইতিমধ্যেই চাঙ্গা হয়ে উঠেছে। তারিখ পরিবর্তনের ফলে এখন প্রচার-প্রচারণায় আরও গতি আসবে বলে মনে করছেন শিক্ষার্থীরা।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন