শাহবাগে বিএমইউর আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৫৫, ২৬ নভেম্বর ২০২৫
রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ব্লকের চতুর্থ তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ছবি: সংগৃহীত
রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ব্লকের চতুর্থ তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের এক বার্তায় বলা হয়েছে, বুধবার বেলা সোয়া ১১টার দিকে তাদের কাছে আগুন লাগার খবর আসে। আগুন নেভাতে সেখানে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে যায় ১১টা ২০ মিনিটে। ৭টি ইউনিটের চেষ্টায় বেলা সাড়ে ১১টার পরপর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা রাশেদ উদ্দিন খালিদ বলেন, "ব্লক-এ এর ৪র্থ তলায় ডেন্টাল অনুষদের ক্লাসরুম সংলগ্ন করিডরের সিলিং এ আগুন ছিল। আগুন সম্পূর্ণ নির্বাপিত হয়েছে।"
আগুনের ঘটনায় কারও হতাহত বা হাসপাতালের ভেতরে কারো আটকে পড়ার খবর আসেনি বলেও জানিয়েছেন নিয়ন্ত্রণ কক্ষের রাশেদ উদ্দিন খালিদ।
