বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

আল-আরাফাহ ব্যাংকের ৫৪৭ জন কর্মকর্তার চাকরি পুনর্বহালের আবেদন নিষ্পত্তির নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:০৩, ২৫ আগস্ট ২০২৫ | আপডেট: ১৯:২৩, ২৮ আগস্ট ২০২৫

আল-আরাফাহ ব্যাংকের ৫৪৭ জন কর্মকর্তার চাকরি পুনর্বহালের আবেদন নিষ্পত্তির নির্দেশ 

আল-আরাফাহ ইসলামী ব্যাংক থেকে অপসারণ করা ৫৪৭ জন কর্মকর্তাকে পুনর্বহালের আবেদন দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এ নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালত এ বিষয়ে একটি রুলও জারি করেছে।

রবিবার (২৪ আগস্ট) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

গত ২০ জুলাই আকস্মিকভাবে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫৪৭ কর্মকর্তা ই-মেইলে চাকরিচ্যুতির নোটিশ পান রিটকারীদের অভিযোগ, কোনও যৌক্তিক কারণ ছাড়াই এবংবাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করে তাদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে। তারা বলেন, পরিকল্পিতভাবে চাকরি মূল্যায়ন পরীক্ষাকে অজুহাত হিসেবে দেখিয়ে তাদের বরখাস্ত করা হয়েছে এবং একইসঙ্গে নতুন নিয়োগের প্রক্রিয়া চালানো হচ্ছে।

রিটে উল্লেখ করা হয়, বাংলাদেশ ব্যাংকের ২৫ জানুয়ারি ২০২২ সালের বিআরপিডি সার্কুলার নং ০৪ অনুযায়ী, শুধুমাত্র লক্ষ্য অর্জনে ব্যর্থতা বা অদক্ষতার অজুহাতে চাকরি থেকে অপসারণ করা যাবে না। কিন্তু এই নির্দেশনা ভঙ্গ করে কর্মকর্তাদের বিনা কারণে বরখাস্ত করা হয়েছে।

আবেদনকারীরা আদালতে বলেন, হঠাৎ চাকরিচ্যুতির কারণে তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে চরম আর্থিক সংকট তৈরি হয়েছে। অনেকের বয়সসীমা অতিক্রম করায় অন্য কোথাও চাকরির সুযোগ নেই। এই অন্যায় সিদ্ধান্ত তাদের জীবনে মানবিক বিপর্যয় ডেকে এনেছে।

রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেন আবেদনটি দ্রুত সময়ে নিষ্পত্তি করেন এবং সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করেন।

এই মামলার ফলাফল শুধু আল-আরাফাহ ব্যাংকের কর্মকর্তাদের জন্য নয়, পুরো ব্যাংকিং খাতের চাকরি সুরক্ষার নীতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: