শেয়ারবাজারে এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:২৬, ২৪ আগস্ট ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ২০০ কোটি ২৬ লাখ টাকায়, যা গত বছরের ১৪ আগস্টের পর সর্বোচ্চ। ওইদিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৪৩ কোটি ৯৮ লাখ টাকা।
লেনদেনের শুরুতে বেশিরভাগ শেয়ারের দাম বাড়লেও শেষ দিকে কিছুটা পতন ঘটে। তারপরও বড় মূলধনী কোম্পানির ইতিবাচক প্রভাবে সূচক বেড়ে দিনের লেনদেন শেষ হয়।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে ১৪ পয়েন্টে দাঁড়িয়েছে ৫,৩৮৯ পয়েন্টে।
ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে হয়েছে ২,১০১ পয়েন্ট।
তবে শরিয়াহ সূচক সামান্য কমে দাঁড়িয়েছে ১,১৭৯ পয়েন্টে।
কোন শেয়ারে বেশি লেনদেন
সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মালেক স্পিনিং-এর শেয়ারে (৩৭ কোটি ৭৮ লাখ টাকা)।
এরপর রয়েছে:
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস – ৩৪ কোটি ২৭ লাখ টাকা
বাংলাদেশ শিপিং কর্পোরেশন – ৩১ কোটি ১৬ লাখ টাকা
শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে— বিচ হ্যাচারি, আলিফ ইন্ডাস্ট্রিজ, সি পার্ল বিচ রিসোর্ট, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, সোনালী পেপার এবং সিটি ব্যাংক।
দাম বাড়ল–কমল কত প্রতিষ্ঠানের
ডিএসইতে ১৮৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে,
১৯০টির দাম কমেছে,
আর ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে।
ভালো কোম্পানিগুলোর (যারা ১০% বা তার বেশি লভ্যাংশ দেয়) মধ্যে ১২৮টির দাম বেড়েছে। বিপরীতে ৭৭টির দাম কমেছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চিত্র
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বেড়েছে। এখানে মোট লেনদেন হয়েছে ২০ কোটি ৪০ লাখ টাকার, যা আগের কার্যদিবসের তুলনায় দ্বিগুণেরও বেশি।
সিএএসপিআই সূচক বেড়েছে ৩২ পয়েন্টে।
অংশগ্রহণকারী ২৪৩ কোম্পানির মধ্যে ১১১টির দাম বেড়েছে, ১১৭টির কমেছে, এবং ১৫টির অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন বিনিয়োগকারীদের আস্থা ও সক্রিয়তার ইঙ্গিত দেয়। যদিও সামগ্রিকভাবে বেশি কোম্পানির শেয়ারের দাম কমেছে, তবে বড় মূলধনী প্রতিষ্ঠানের ইতিবাচক প্রভাব বাজারকে গতিশীল রেখেছে।