রিটার্ন ছাড়াই মিলবে ১৩ সেবা
সমাজকাল
প্রকাশ: ১১:০৪, ১০ জুলাই ২০২৫
রিটার্ন ছাড়াই মিলবে ১৩ সেবা। স্বস্তিতে করদাতারা। এত দিন এসব সেবা নিতে সর্বশেষ বছরের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক ছিল।
নিজস্ব প্রতিবেদক
চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকে আয়কর রিটার্ন জমার প্রমাণ ছাড়া ১৩টি গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি সেবা পাওয়া যাবে। এত দিন এসব সেবা নিতে সর্বশেষ বছরের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক ছিল। এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) নতুন এই সিদ্ধান্তের ফলে সাধারণ করদাতাদের জন্য অনেকটা স্বস্তির সুযোগ তৈরি হলো।
এবার দেখে নেওয়া যাক, কোন কোন সেবায় রিটার্ন জমার প্রমাণ দেখাতে হবে না:
১. সঞ্চয়পত্র ক্রয়: সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে এখন থেকে রিটার্ন জমার কাগজ লাগবে না।
২. এফডিআর (মেয়াদি আমানত): ১০ লাখ টাকা পর্যন্ত মেয়াদি আমানত খোলা ও বহাল রাখার ক্ষেত্রে রিটার্নের বাধ্যবাধকতা নেই।
৩. ক্রেডিট কার্ড: যেকোনো ব্যাংকের ক্রেডিট কার্ড নেওয়া বা নবায়নের সময় আয়কর রিটার্ন জমার প্রয়োজন নেই।
৪. ট্রেড লাইসেন্স: সিটি করপোরেশন বা পৌর এলাকায় নতুন ট্রেড লাইসেন্স নেওয়ার সময় রিটার্ন জমা দিতে হবে না।
৫. সমবায় সমিতি নিবন্ধন: সমবায় সমিতি রেজিস্ট্রেশনের সময় রিটার্ন দেখানো থেকে অব্যাহতি।
৬. সার্ভেয়ারের লাইসেন্স: সাধারণ বিমা খাতে তালিকাভুক্ত সার্ভেয়ারদের নতুন লাইসেন্স নেওয়ার ক্ষেত্রেও রিটার্ন জমা লাগবে না।
৭. পেশাজীবী সদস্যপদ: চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, স্থপতি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসহ স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্য হতে আয়কর রিটার্ন দেখাতে হবে না।
৮. ডাকঘর হিসাব: ডাকঘরে পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়ী হিসাব খোলার ক্ষেত্রেও এই শিথিলতা দেওয়া হয়েছে।
৯. সরকারি অর্থপ্রাপ্তি: দশম গ্রেড বা তার উপরের পদের কর্মচারীদের সরকারি অর্থপ্রাপ্তির সময় এমপিওভুক্তির ভিত্তিতে রিটার্ন বাধ্যতামূলক নয়।
১০. মোবাইল ব্যাংকিং কমিশন: মোবাইল ব্যাংকিং বা ইলেকট্রনিক মাধ্যমে অর্থ স্থানান্তর করে কমিশন বা ফি প্রাপ্তির ক্ষেত্রে স্বাভাবিক করদাতাদের রিটার্ন জমার প্রয়োজন নেই।
১১. দলিল লেখক ও স্ট্যাম্প বিক্রেতা: এদের লাইসেন্স নিবন্ধন বা তালিকাভুক্তির সময় রিটার্ন দেখানোর বাধ্যবাধকতা থাকছে না।
১২. ত্রিচক্র মোটরযান: অটোরিকশা বা ত্রিচক্র যানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন ও ফিটনেস নবায়নেও রিটার্ন জমা দিতে হবে না।
১৩. ই–কমার্স ব্যবসা: ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত ই-কমার্স ব্যবসার লাইসেন্স গ্রহণের সময়ও রিটার্ন ছাড়াই কাজ চলবে।
জাতীয় রাজস্ব বোর্ড মনে করছে, নতুন এই সিদ্ধান্তে করদাতারা উৎসাহিত হবেন এবং ধীরে ধীরে স্বেচ্ছায় রিটার্ন জমার প্রবণতা বাড়বে। তবে বড় অঙ্কের বিনিয়োগ বা সম্পদ কেনাবেচার ক্ষেত্রে রিটার্ন জমা দেওয়ার নিয়ম আগের মতোই বহাল থাকবে।