বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

বললেন গভর্নর

আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোই বড় চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৩৯, ২০ আগস্ট ২০২৫

আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোই বড় চ্যালেঞ্জ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের সামগ্রিক অর্থনীতিকে টেকসই করতে হলে আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আজ বুধবার (২০ আগস্ট) সকালে রাজধানীতে উন্নয়ন কৌশল বিষয়ক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

নগদ লেনদেনে দুর্নীতি ও কর ফাঁকি নিয়ে গভর্নর মনসুর বলেন, নগদ লেনদেন দুর্নীতি বাড়িয়ে দেয় এবং কর ফাঁকির সুযোগ তৈরি করে। তাই এই প্রবণতা বন্ধ করতে হবে। তার মতে, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থায় নগদের আধিপত্য কমিয়ে আনা জরুরি, যাতে আর্থিক লেনদেন হয় স্বচ্ছ ও নিয়ন্ত্রিত।

ক্যাশলেস সোসাইটির দিকে অগ্রগতির বিষয়ে তিনি বলেন, দেশের ক্যাশলেস সোসাইটির ভিত্তি ইতিমধ্যেই শক্তিশালী হচ্ছে। আগামী ৭-৮ বছরের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি বড় ক্যাশলেস ইকোনমি সেন্টার হিসেবে গড়ে উঠতে পারে। এ জন্য প্রযুক্তিনির্ভর আর্থিক লেনদেনকে আরও সহজলভ্য ও নিরাপদ করতে হবে।

ড. আহসান এইচ মনসুর বলেন, আর্থিক খাতের শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি লেনদেন ব্যবস্থায় নতুনত্ব আনা অপরিহার্য। সবাইকে অন্তর্ভুক্ত করতে পারলেই আর্থিক খাত হবে স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক।

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে ন্যানো লোন
তিনি আরও জানান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের আওতায় ‘ন্যানো লোন’ ধারণা এখন জনপ্রিয় হচ্ছে। প্রতিদিন গড়ে চার হাজার মানুষ এ ধরনের ক্ষুদ্র ঋণ সুবিধা পাচ্ছে। ইতিমধ্যে প্রায় ৭ হাজার কোটি টাকা ন্যানো লোন হিসেবে বিতরণ হয়েছে।

গভর্নরের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, অর্থনীতির ভিত্তি মজবুত করতে হলে শুধু প্রবৃদ্ধির পরিসংখ্যান নয়, বরং আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রযুক্তিনির্ভর আধুনিকায়ন নিশ্চিত করাই হবে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: