বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

ঢাকা বাণিজ্য মেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৫:০৬, ১৯ আগস্ট ২০২৫

ঢাকা বাণিজ্য মেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত

বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্যিক ঐতিহ্যের অংশ হয়ে থাকা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (DITF)-এর নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সিদ্ধান্ত নিয়েছে, আগামী বছর থেকে এই মেলার নাম থেকে “আন্তর্জাতিক” শব্দটি বাদ দেওয়া হবে। নতুন নাম হবে “ঢাকা বাণিজ্য মেলা”।

নাম পরিবর্তনের পেছনের কারণ

১৯৯৫ সাল থেকে শুরু হওয়া এই মেলার উদ্দেশ্য ছিল বিদেশি প্রতিষ্ঠানের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা, যাতে আধুনিক প্রযুক্তি, উন্নত মানের পণ্য এবং বৈশ্বিক বাণিজ্যের সঙ্গে বাংলাদেশের ক্রেতা-বিক্রেতারা পরিচিত হতে পারেন। শুরুতে আগারগাঁওয়ে আয়োজিত হলেও বর্তমানে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর পূর্বাচলে।

কিন্তু বাস্তবে দেখা গেছে, অধিকাংশ বিদেশি প্রতিষ্ঠান সরাসরি অংশ নিচ্ছে না। তারা দূতাবাস বা অফিসিয়াল প্রতিনিধি দলের বদলে স্থানীয় এজেন্ট বা ব্যক্তিদের মাধ্যমে অংশ নেয়। ফলে অনেক সময় বিদেশি ব্র্যান্ডের নামে নিম্নমানের পণ্য উপস্থাপিত হয়, যা ক্রেতাদের প্রতারণার শিকার করে এবং মেলার “আন্তর্জাতিক ভাবমূর্তি” ক্ষুণ্ন করে। এই কারণেই নাম থেকে ‘আন্তর্জাতিক’ শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া

ইপিবির ১৪৮তম পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানসহ অনেকে। যদিও কিছু সদস্য নাম পরিবর্তনের বিপক্ষে মত দেন, শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মতামতে নাম পরিবর্তনের প্রস্তাব গৃহীত হয়।

নতুন পরিকল্পনা : “সোর্সিং বাংলাদেশ ২০২৫”

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি অংশগ্রহণকে গুরুত্ব দেওয়ার জন্য আলাদাভাবে একটি নতুন আন্তর্জাতিক মেলার আয়োজন করা হবে। এর নাম হবে “সোর্সিং বাংলাদেশ ২০২৫”।
এই মেলার লক্ষ্য—

বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের ব্র্যান্ড ভ্যালু বাড়ানো।
আন্তর্জাতিক ক্রেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা।
বাংলাদেশের তৈরি পোশাক, আইসিটি, চামড়া, হালাল খাদ্য ও অন্যান্য সম্ভাবনাময় খাতকে আন্তর্জাতিক বাজারে উপস্থাপন করা।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দীর্ঘদিন ধরে দেশের ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। যদিও “আন্তর্জাতিক” শব্দটি বাদ যাচ্ছে, তবুও নতুন করে পরিকল্পিত “সোর্সিং বাংলাদেশ ২০২৫” মেলা বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য অঙ্গনে অবস্থান আরও সুদৃঢ় করতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: