বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

জেফ বেজোসের বিয়ে: ১১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব

সমাজকাল

প্রকাশ: ১৪:১৪, ২৯ জুন ২০২৫

জেফ বেজোসের বিয়ে: ১১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব

জেফ বেজোসের বিয়ে: ১১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব। ভেনিসে অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও লরেন সানচেজের বিলাসবহুল বিয়েতে ১১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব, পর্যটনখাতে ব্যাপক লাভের পাশাপাশি স্থানীয়দের মধ্যে কর-সংক্রান্ত প্রতিবাদ।

সমাজকাল ডেস্ক

ভেনিসে অনুষ্ঠিত জেফ বেজোস ও লরেন সানচেজের তিন দিনব্যাপী রাজকীয় বিয়ে ইতালির পর্যটন খাতে সৃষ্টি করেছে উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রভাব। ইতালির পর্যটন মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, এই আয়োজনে প্রায় ৫ কোটি ৫০ লাখ ডলারের সরাসরি ব্যয় হয়েছে, যা ইতোমধ্যে ভেনিসের হোটেল, নৌযান, রেস্তোরাঁ ও অন্যান্য পরিষেবা খাতের অর্থনীতিতে সরাসরি প্রবাহিত হয়েছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এই বিয়ের সামগ্রিক অর্থনৈতিক প্রভাব ১১০ কোটি ডলারেরও বেশি ছুঁতে পারে। কেননা আন্তর্জাতিক ভ্রমণ, মিডিয়া কাভারেজ, উচ্চমূল্যের কেনাকাটা ও অতিথিদের আনুষঙ্গিক ব্যয় যুক্ত হয়ে একটি বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপ নিয়েছে এই আয়োজন।

বিতর্কও কম নয়

তবে বিত্তশালীদের এই প্রভাবশালী বিয়েকে ঘিরে শুরু হয়েছে সামাজিক বিতর্কও। ভেনিসে একটি ব্যানারে প্রতিবাদকারীরা লিখেছেন, "যদি বিয়ের জন্য আপনি ভেনিস ভাড়া নিতে পারেন, তবে আরো বেশি করও দিতে পারেন।" এই বিতর্কের উত্তরে ইতালির পর্যটনমন্ত্রী দানিয়েলা সান্তাঙ্কে বলেন, “এটি শুধু একটি ব্যক্তিগত অনুষ্ঠান নয়, বরং পর্যটন খাতের জন্য একটি বিশাল চালিকাশক্তি। আমাদের সুযোগগুলো কাজে লাগানো উচিত।”

তারকায় ভরপুর অতিথিরা

বিয়েতে উপস্থিত ছিলেন বিশ্ববিখ্যাত তারকারা—বিল গেটস, অপরাহ উইনফ্রে, লিওনার্দো ডি ক্যাপ্রিও, টম ব্র্যাডি, কিম কার্দাশিয়ান প্রমুখ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন দিনব্যাপী অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল ভেনিসের পুরনো নৌচালনা পথ ও আরসেনালে আয়োজন করা বিদায়ী সেলিব্রেশন।

তুলনা অন্য তারকাদের আয়োজনের সঙ্গে

বিয়ের এ অর্থনৈতিক প্রভাব তুলনা করা হচ্ছে টেইলর সুইফট ও বিয়ন্সের কনসার্ট সফরের সঙ্গে। ২০২৩ সালে বিয়ন্সের “রেনেসাঁ” সফর শুধু স্টকহোমেই ৪৫০ কোটি ডলারের বেশি অর্থনীতিতে অবদান রাখে। আর টেইলর সুইফটের “এরাস” সফরের প্রত্যক্ষ প্রভাব ছিল প্রায় ৫০০ কোটি ডলার, যা পরোক্ষভাবে ছুঁয়েছে ১ হাজার কোটি ডলার।

ইতালির ঐতিহ্যবাহী বিয়ের মঞ্চ

ইতালি এর আগেও হাই-প্রোফাইল বিয়ের কেন্দ্রবিন্দু হয়েছে। ফ্লোরেন্সে কিম কার্দাশিয়ান ও কেনি ওয়েস্ট এবং ভেনিসেই জর্জ ক্লুনি ও আমাল আলামুদ্দিনের বিয়েও পর্যটনে একই ধরনের ইতিবাচক প্রভাব ফেলেছিল।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: