চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৩.৩%, রাজনৈতিক অস্থিরতায় ধাক্কা
প্রকাশ: ২২:৪৩, ১০ জুন ২০২৫
চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৩.৩%, রাজনৈতিক অস্থিরতায় ধাক্কা। প্রবৃতবিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.৩% হবে। রাজনৈতিক অস্থিরতা ও উৎপাদন ব্যয় বৃদ্ধির প্রভাব স্পষ্ট। তবে ২০২৬-২৭ নাগাদ প্রবৃদ্ধি বাড়বে বলে আশা।
নিজস্ব প্রতিবেদক
বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নেমে আসবে ৩ দশমিক ৩ শতাংশে। আজ প্রকাশিত বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস জুন ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে রাজনৈতিক অস্থিরতা, বিনিয়োগে অনিশ্চয়তা এবং উৎপাদন ব্যয়ের ঊর্ধ্বগতি দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। মূলধনী পণ্যের আমদানি কমে যাওয়ায় শিল্প উৎপাদনও নিম্নমুখী হয়েছে।
তবে আশার আলো রয়েছে সামনের দিনগুলোতে। বিশ্বব্যাংক আশাবাদ ব্যক্ত করেছে, আগামী ২০২৫-২৬ অর্থবছরে দেশের প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াবে ৪ দশমিক ৯ শতাংশে। এর পরের বছর, অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরে প্রবৃদ্ধি আরও বাড়বে এবং ৫ দশমিক ৭ শতাংশে পৌঁছাবে বলে প্রত্যাশা করা হয়েছে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছর থেকে মূল্যস্ফীতি কমতে শুরু করবে এবং এর ফলে বাংলাদেশ ধাপে ধাপে মুদ্রানীতি শিথিল করার সুযোগ পাবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্বব্যাংকের পূর্বাভাসে এ-ও বলা হয়েছে যে, রাজনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং আমদানি ব্যবস্থাপনায় দক্ষতা ফিরিয়ে আনা গেলে অর্থনীতি আরও দৃঢ় গতিতে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।