সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

| ১৬ অগ্রাহায়ণ ১৪৩২

যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো ভেনেজুয়েলানদের ‘নরকে’ পাঠানো হলো

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪:৫৭, ১২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৫:০১, ১২ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো ভেনেজুয়েলানদের ‘নরকে’ পাঠানো হলো

যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো ভেনেজুয়েলানদের এল সালভাদরের কুখ্যাত সেন্টার ফর টেররিজম কনফাইনমেন্ট জেলে পাঠানো হলো। ছবি: সিএনএন

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ  ও মধ্য আমেরিকার সংস্থা ক্রিস্টোসাল–এর যৌথ প্রতিবেদনে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত অন্তত ২৫২ জন ভেনেজুয়েলান নাগরিককে এল সালভাদরের কুখ্যাত সেন্টার ফর টেররিজম কনফাইনমেন্ট জেলে পাঠানোর পর তাদের ওপর চালানো হয়েছে অমানবিক নির্যাতন, যৌন সহিংসতা ও মানসিক নিপীড়ন।

প্রতিবেদনটি ৪০ জন ভুক্তভোগীর সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি। তারা জানিয়েছেন, কারারক্ষীরা নিয়মিত তাদের মারধর করত, প্রতিবাদ করায় একাধিক বন্দিকে একাকী সেলে পাঠানো হতো। অনেকে আত্মহত্যার চেষ্টাও করেছেন।

২৬ বছর বয়সী ভেনেজুয়েলান নাগরিক গনজালো জানান, বিমানের দরজা খুলেই তারা মারধরের শিকার হন। জেলে পৌঁছে এক কর্মকর্তা বলেন, “তোমরা এখন নরকে এসেছো।”

প্রতিদিনের সেল তল্লাশির সময় প্রহরীরা বন্দিদের লাথি ও লাঠি দিয়ে মারতেন বলে অভিযোগ।

প্রতিবেদনে তিনজন নারী যৌন সহিংসতার শিকার হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

আরেক বন্দি নেলসন বলেন, “আমি ভেবেছিলাম মরে গেলেই ভালো। শেষে শুধু ঈশ্বর ও আমার পরিবার আমাকে বাঁচিয়ে রেখেছিল।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ  প্রায় ৩০০ জন ভেনেজুয়েলান ও এম‌এস-১৩ গ্যাং সদস্যকে সিসট জেলে পাঠানোর কথা স্বীকার করেছে। বিভাগের এক সহকারী সচিব ত্রিশিয়া ম্যাকলাফলিন বলেন, “এই সন্ত্রাসীরা এখন আমেরিকান জনগণের জন্য আর হুমকি নয়।”

তবে মানবাধিকার সংস্থাগুলোর দাবি, নির্বাসিতদের অর্ধেকেরই কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না, আর মাত্র ৩ শতাংশ সহিংস অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন। ফলে এই নির্বাসন কার্যক্রমকে তারা “যৌথ রাষ্ট্রীয় নির্যাতনের রূপ” হিসেবে বর্ণনা করেছে।

ভেনেজুয়েলান মেকআপ শিল্পী আন্দ্রি হার্নান্দেজ সিএনএনকে বলেন, “স্বাগতম সিসটের নরকে।”

অন্য বন্দি হোসে মোরাস, রাফায়েল মার্টিনেজ ও জেরসে রেয়েস জানান, ক্ষুদ্র ভুলের জন্যও তাদের মারধর করা হতো। একবার গরমে গোসল করার কারণে রেয়েসকে একা সেলে পাঠিয়ে নির্যাতন করা হয়।

মার্টিনেজ বলেন, একবার অসুস্থ হয়ে জানালা দিয়ে মাথা বের করার অপরাধে আটজন প্রহরী মিলে তার ডান হাত ভেঙে দেয়।

মোরা যোগ করেন, “তারা আমাদের মুরগি বা ইঁদুরের মতো গুলি করত। রাবার বুলেট ছুড়ে ভয় দেখাত।”

প্রতিবেদন প্রকাশের পর ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, এল সালভাদরের জেলে তাদের নাগরিকদের ওপর নির্যাতনের অভিযোগে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হবে।

মানবাধিকার সংস্থাগুলোর ভাষায়, “সিসট কারাগারে বন্দিরা কোনোদিন মুক্তি পাবে না—এই বিশ্বাস চাপিয়ে দিয়ে তাদের মানসিকভাবে ধ্বংস করা হচ্ছে।”

সূত্র : সিএনএন 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

‘আর.ভি ড. ফ্রিডটজফ নানসেন’ জরিপ; বঙ্গোপসাগরে ৬৫ নতুন প্রজাতির মাছ, বাংলাদেশ অংশেই ৫ প্রজাতি
অবৈধ আহরণে সমুদ্রে কমে যাচ্ছে মাছ: ফরিদা আখতার
খালেদা জিয়ার সুস্থতায় ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
বিএনপির হাতেই দেশের সার্বভৌমত্ব: মির্জা আব্বাস
১৭০ আসনে জেএসডির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ: দেখে নিন প্রার্থী কারা
ছাদে দুই কিশোর, বন্ধ মেট্রোরেল চলাচল
সরকারি প্লট বরাদ্দ দুর্নীতি মামলা : শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় সোমবার
হত্যাকাণ্ডে শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিলো: তদন্ত কমিশন
নারায়ণগঞ্জে বাউলদের সমাবেশ মঞ্চের ফেস্টুন ছিঁড়ল যুবক, আটক
তারেক রহমান ঢাকায় না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না, এটা ঠিক না: পররাষ্ট্র উপদেষ্টা
সীমান্ত হত্যার সমাধান আপাতত দেখছি না: পররাষ্ট্র উপদেষ্টা
বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের
বিজয়ের মাসজুড়ে শিল্পকলায় যাত্রাপালা প্রদর্শনী, ৩১ টি দল থাকবে
কামালকে প্রত্যর্পণের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই: উপদেষ্টা
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত,
সচিবালয়ের আগুন নিভেছে
ফিরতে চাইলে তারেক রহমানকে ওয়ান-টাইম পাস দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়
খুলনায় আদালত চত্বরে গুলিতে নিহত ২
১ ডিসেম্বর থেকে রাত্রে থাকা যাবে সেন্টমার্টিনে
খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাশিয়ার শুভেচ্ছা–বার্তা