সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

| ১৬ অগ্রাহায়ণ ১৪৩২

ইস্তাম্বুলে আলোচনা ব্যর্থ, পাকিস্তানকে তালেবানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪:৩৬, ৯ নভেম্বর ২০২৫

ইস্তাম্বুলে আলোচনা ব্যর্থ, পাকিস্তানকে তালেবানের হুঁশিয়ারি

ইস্তাম্বুলে আলোচনা ব্যর্থ, পাকিস্তানকে তালেবানের হুঁশিয়ারি। ছবি : এএফপি

ইস্তাম্বুলে অনুষ্ঠিত আফগানিস্তান ও পাকিস্তানের শান্তি আলোচনা আবারও ভেস্তে গেছে। চার দিনব্যাপী এই আলোচনায় কোনো সমঝোতা না হওয়ায় উত্তেজনা আরও বেড়েছে দুই প্রতিবেশী মুসলিম রাষ্ট্রের মধ্যে। আলোচনায় মধ্যস্থতা করেছিল তুরস্ক ও কাতার, তবে শেষ পর্যন্ত ইসলামাবাদের “অসদাচরণ ও অনিচ্ছা”কেই দায়ী করেছে ইসলামিক আমিরাত অব আফগানিস্তান (তালেবান সরকার)।

শনিবার (৮ নভেম্বর) তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, “আফগান প্রতিনিধি দল যথাযথ ক্ষমতা ও সদিচ্ছা নিয়ে আলোচনায় অংশ নেয়, কিন্তু পাকিস্তান আলোচনাকে ফলহীন করে তুলেছে।” তিনি অভিযোগ করেন, ইসলামাবাদ তার নিরাপত্তাজনিত সব দায় আফগান সরকারের কাঁধে চাপিয়ে দিতে চেয়েছে, অথচ নিজ দায়িত্ব নিতে চায়নি।

মুজাহিদ বলেন, “২০০২ সাল থেকে পাকিস্তান ও তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টি.টি.পি.)–এর মধ্যে যে সমস্যা চলছে, সেটি নতুন কিছু নয়। ইসলামিক আমিরাত এই সমস্যা সমাধানে মধ্যস্থতার চেষ্টা করেছিল, কিন্তু পাকিস্তান সেনাবাহিনী তা নস্যাৎ করেছে।”

আফগানিস্তানের সীমান্ত, উপজাতি ও গোত্রবিষয়ক মন্ত্রী নূরুল্লাহ নূরী পাকিস্তানকে সতর্ক করে বলেন, “আফগানদের ধৈর্য পরীক্ষা করবেন না। যুদ্ধ শুরু হলে আমাদের বয়োজ্যেষ্ঠ ও যুবকেরা একসঙ্গে লড়বে।” তিনি আরও বলেন, “পাকিস্তান তার প্রযুক্তির ওপর অতিরিক্ত ভরসা রাখছে, কিন্তু আমরা আল্লাহর সাহায্য ও জনগণের সমর্থনে নিজেদের প্রতিরক্ষা করব।”

ইসলামিক আমিরাত তাদের বিবৃতিতে জোর দিয়ে জানায়, আফগানিস্তানের ভূমি কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না, তেমনি কোনো বিদেশি শক্তিকেও দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।

অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, ইস্তানবুলে তৃতীয় দফা আলোচনা “অনিশ্চিত অবস্থায় শেষ হয়েছে” এবং এখনো “চতুর্থ দফা বৈঠকের কোনো পরিকল্পনা নেই।”

আন্তর্জাতিক কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইস্তানবুল বৈঠকের ব্যর্থতা আফগান-পাক সম্পর্ককে নতুন করে অচলাবস্থার দিকে ঠেলে দিয়েছে। আফগান সীমান্তে আপাতত যুদ্ধবিরতি বহাল থাকলেও তালেবান আশঙ্কা করছে—পাকিস্তান নতুন করে ড্রোন বা বিমান হামলা চালাতে পারে সীমান্তবর্তী বেসামরিক এলাকায়।সূত্র :এনডিটিভি

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

‘আর.ভি ড. ফ্রিডটজফ নানসেন’ জরিপ; বঙ্গোপসাগরে ৬৫ নতুন প্রজাতির মাছ, বাংলাদেশ অংশেই ৫ প্রজাতি
অবৈধ আহরণে সমুদ্রে কমে যাচ্ছে মাছ: ফরিদা আখতার
খালেদা জিয়ার সুস্থতায় ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
বিএনপির হাতেই দেশের সার্বভৌমত্ব: মির্জা আব্বাস
১৭০ আসনে জেএসডির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ: দেখে নিন প্রার্থী কারা
ছাদে দুই কিশোর, বন্ধ মেট্রোরেল চলাচল
সরকারি প্লট বরাদ্দ দুর্নীতি মামলা : শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় সোমবার
হত্যাকাণ্ডে শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিলো: তদন্ত কমিশন
নারায়ণগঞ্জে বাউলদের সমাবেশ মঞ্চের ফেস্টুন ছিঁড়ল যুবক, আটক
তারেক রহমান ঢাকায় না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না, এটা ঠিক না: পররাষ্ট্র উপদেষ্টা
সীমান্ত হত্যার সমাধান আপাতত দেখছি না: পররাষ্ট্র উপদেষ্টা
বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের
বিজয়ের মাসজুড়ে শিল্পকলায় যাত্রাপালা প্রদর্শনী, ৩১ টি দল থাকবে
কামালকে প্রত্যর্পণের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই: উপদেষ্টা
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত,
সচিবালয়ের আগুন নিভেছে
ফিরতে চাইলে তারেক রহমানকে ওয়ান-টাইম পাস দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়
খুলনায় আদালত চত্বরে গুলিতে নিহত ২
১ ডিসেম্বর থেকে রাত্রে থাকা যাবে সেন্টমার্টিনে
খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাশিয়ার শুভেচ্ছা–বার্তা