শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

ট্রাম্পের ব্যক্তিগত বন্ধু মোদি: সার্জিও গোর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২:২১, ১১ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৫:২২, ১২ অক্টোবর ২০২৫

ট্রাম্পের ব্যক্তিগত বন্ধু মোদি: সার্জিও গোর

ভারতে যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোর বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার ‘ব্যক্তিগত বন্ধু’ মনে করেন। শনিবার (১১ অক্টোবর) নয়াদিল্লিতে মোদির সঙ্গে বৈঠকের পর  এ মন্তব্য করেন তিনি।

দিল্লিতে মোদির সঙ্গে গোরের সাক্ষাতে দুই দেশের প্রতিরক্ষা, বাণিজ্য ও প্রযুক্তি ইস্যু নিয়ে আলোচনা হয়।

 গোর বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ব্যক্তিগতভাবে অত্যন্ত শ্রদ্ধা করেন। আজ আমাদের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতা নিয়ে দুর্দান্ত আলোচনা হয়েছে।’

 প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় সার্জিও গোর একটি বিশেষ উপহারও তুলে দেন—একটি ফ্রেমবন্দি ছবি, যেখানে হোয়াইট হাউসে মোদি ও ট্রাম্প একসঙ্গে রয়েছেন। ছবির নিচে ট্রাম্পের স্বাক্ষরিত বার্তা—‘মি. প্রাইম মিনিস্টার, ইউ আর গ্রেট।’

সার্জিও গোর বর্তমানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি (ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস) মাইকেল জে. রিগাসের সঙ্গে ছয় দিনের সফরে ভারতে আছেন।    তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গেও বৈঠক করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী মোদি এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, ‘মার্কিন রাষ্ট্রদূত মনোনীত মি. সার্জিও গোরকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তার মেয়াদকাল ভারত-মার্কিন সামগ্রিক বৈশ্বিক কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করবে বলে আমি আশাবাদী।’

অন্যদিকে গোরও এক্স-এ লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মোদির সঙ্গে অবিশ্বাস্য এক বৈঠক হয়েছে। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য ও প্রযুক্তি সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আমরা আলোচনা করেছি।’

হিন্দুস্তান টাইমস জানায়, আগামী জানুয়ারিতে গোর আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তার এই সফরকে দুই দেশের সম্পর্ক আরও ভারসাম্যে ফিরিয়ে আনার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

সিনেটের শুনানিতে গোর বলেছিলেন, ‘ভারত যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারদের একটি। এই সম্পর্কই আগামী দিনে আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে দিকনির্দেশক ভূমিকা নেবে।’

সূত্র: হিন্দুস্তান টাইম

আরও পড়ুন