ট্রাম্পের শান্তি আহ্বানের পরও গাজায় ইসরায়েলের বিমান হামলা, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫:২০, ৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৫:৫৮, ৪ অক্টোবর ২০২৫

ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও থামেনি ইসরায়েলের আগ্রাসন। হামাসের শান্তি পরিকল্পনায় সম্মতি জানানোর পরও গাজায় একের পর এক বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে দুই শিশু রয়েছে।
গাজার সিভিল ডিফেন্স মুখপাত্র মাহমুদ বাসাল আল জাজিরাকে বলেন, “এটি ছিলো এক ভয়াবহ রাত।” তিনি জানান, ইসরায়েলি বাহিনী গাজা সিটি ও আশেপাশের এলাকায় অন্তত কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে। এতে ২০টিরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।
গাজা সিটির ব্যাপটিস্ট হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়েছে, তুফফাহ এলাকার কাছে বিস্ফোরণে চারজন নিহত এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছে। অপরদিকে, খান ইউনিসের নাসের হাসপাতাল জানিয়েছে, একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশু নিহত ও আটজন আহত হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলকে অবিলম্বে গাজায় হামলা বন্ধের আহ্বান জানান এবং বলেন, “শান্তির সুযোগ নষ্ট করা উচিত নয়।” তবে তার আহ্বানের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে হামলা শুরু করে ইসরায়েলি সেনারা।
বিশ্লেষকরা বলছেন, এই হামলা প্রমাণ করে যে, ট্রাম্পের শান্তি আহ্বানকে তেমন গুরুত্ব দিচ্ছে না ইসরায়েল। এর ফলে নতুন করে শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
সূত্র : আল জাজিরা