সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

| ১৬ অগ্রাহায়ণ ১৪৩২

যুক্তরাষ্ট্রের ২১ দফা শান্তি প্রস্তাব

আলোচনায় দ্বি-রাষ্ট্র সমাধান

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ২০:৩৮, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আলোচনায় দ্বি-রাষ্ট্র সমাধান


গাজায় চলমান যুদ্ধ থামাতে এবং ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা উন্মুক্ত করতে যুক্তরাষ্ট্র ২১ দফা শান্তি প্রস্তাব উত্থাপন করেছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে আরব নেতাদের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হয়। টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়েছে, এতে অবিলম্বে জিম্মি মুক্তি, গাজার বাসিন্দাদের নিজ ভূমিতেই থাকার নিশ্চয়তা এবং হামাসকে সাধারণ ক্ষমা দেওয়ার প্রস্তাবনা অন্তর্ভুক্ত রয়েছে।

প্রস্তাবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিক হলো, গাজাবাসীদের উপত্যকা থেকে অন্যত্র স্থানান্তরের নীতি থেকে যুক্তরাষ্ট্র সরে এসেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রায় ২০ লাখ গাজাবাসীকে স্থানান্তরের পরিকল্পনা করেছিলেন। একই সঙ্গে, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনার উল্লেখও ট্রাম্প প্রশাসনের নীতিতে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে, যা দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি পূর্বের অনীহা থেকে ভিন্ন ইঙ্গিত দেয়।

তবে প্রস্তাবে ইসরাইলের পক্ষেও অনুকূল দিক রয়েছে। যেমন হামাসকে নিরস্ত্রীকরণ, গাজাকে সামরিকীকরণমুক্ত করা এবং উগ্রপন্থা হ্রাসের প্রক্রিয়া শুরু করা। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও দ্বি-রাষ্ট্র সমাধানকে প্রত্যাখ্যান করেছেন। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে বলেন, “জেরুজালেম থেকে এক মাইল দূরে ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে তোলা ৯/১১-এর পর নিউ ইয়র্ক থেকে এক মাইল দূরে আল-কায়েদাকে রাষ্ট্র দেওয়ার মতো। এটা চরম উন্মত্ততা, আমরা তা হতে দেব না।”

এমন বক্তব্যের পরও প্রেসিডেন্ট ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন যে গাজা ইস্যুতে একটি চুক্তি সম্ভব। তিনি ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন, গত চার দিন ধরে এ নিয়ে গভীর আলোচনা চলছে এবং সফল চুক্তি না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। তার দাবি, এই প্রক্রিয়ায় হামাস, ইসরাইল ও আঞ্চলিক সব দেশই সরাসরি জড়িত।

মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, আরব নেতাদের সঙ্গে বৈঠক খুবই ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, “আমরা আত্মবিশ্বাসী, আগামী দিনগুলোতে গাজা শান্তি প্রক্রিয়া নিয়ে অগ্রগতি ঘোষণা করতে পারব।”

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

‘আর.ভি ড. ফ্রিডটজফ নানসেন’ জরিপ; বঙ্গোপসাগরে ৬৫ নতুন প্রজাতির মাছ, বাংলাদেশ অংশেই ৫ প্রজাতি
অবৈধ আহরণে সমুদ্রে কমে যাচ্ছে মাছ: ফরিদা আখতার
খালেদা জিয়ার সুস্থতায় ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
বিএনপির হাতেই দেশের সার্বভৌমত্ব: মির্জা আব্বাস
১৭০ আসনে জেএসডির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ: দেখে নিন প্রার্থী কারা
ছাদে দুই কিশোর, বন্ধ মেট্রোরেল চলাচল
সরকারি প্লট বরাদ্দ দুর্নীতি মামলা : শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় সোমবার
হত্যাকাণ্ডে শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিলো: তদন্ত কমিশন
নারায়ণগঞ্জে বাউলদের সমাবেশ মঞ্চের ফেস্টুন ছিঁড়ল যুবক, আটক
তারেক রহমান ঢাকায় না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না, এটা ঠিক না: পররাষ্ট্র উপদেষ্টা
সীমান্ত হত্যার সমাধান আপাতত দেখছি না: পররাষ্ট্র উপদেষ্টা
বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের
বিজয়ের মাসজুড়ে শিল্পকলায় যাত্রাপালা প্রদর্শনী, ৩১ টি দল থাকবে
কামালকে প্রত্যর্পণের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই: উপদেষ্টা
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত,
সচিবালয়ের আগুন নিভেছে
ফিরতে চাইলে তারেক রহমানকে ওয়ান-টাইম পাস দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়
খুলনায় আদালত চত্বরে গুলিতে নিহত ২
১ ডিসেম্বর থেকে রাত্রে থাকা যাবে সেন্টমার্টিনে
খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাশিয়ার শুভেচ্ছা–বার্তা