সোহাগ হত্যা : অন্যতম আসামি নান্নু গ্রেফতার
সমাজকাল
প্রকাশ: ১২:৩৪, ১৫ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক
সোহাগ হত্যা : অন্যতম আসামি নান্নু গ্রেফতার, রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) সামনে আলোচিত ব্যবসায়ী লাল চাঁন সোহাগ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মো. নান্নুকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব সূত্র জানায়, সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারের নেতৃত্ব দেন র্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ। বর্তমানে তাকে রাজধানীতে এনে র্যাব-১০-এর হেফাজতে রাখা হয়েছে।
হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্ত মো. নান্নু পলাতক ছিলেন। তদন্তকারী সংস্থা জানায়, নান্নু হত্যার দিন সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং হত্যাকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি মিটফোর্ড হাসপাতালের সামনেই নির্মমভাবে খুন হন ব্যবসায়ী সোহাগ। প্রকাশ্যে ঘটে যাওয়া এ হত্যাকাণ্ড রাজধানীবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে। হত্যার পরপরই নিহতের পরিবারের পক্ষ থেকে পুরান ঢাকা থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নান্নু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। হত্যাকাণ্ডে আরও যেসব ব্যক্তি জড়িত তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
তদন্তে অগ্রগতি
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, সোহাগ হত্যায় কারা পরিকল্পনা করেছে, কারা অর্থ দিয়েছে কিংবা রাজনৈতিক সংযোগ আছে কি না—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশে বিরত রয়েছে সংস্থা।