আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ বিএনপির
সমাজকাল
প্রকাশ: ১৬:৫২, ১৩ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ বিএনপির, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ তৎকালীন সরকারের শীর্ষ পর্যায়ের ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ তুলেছে বিএনপি।
রোববার (১৩ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং তথ্য সেলের সমন্বয়ক সালাহউদ্দিন খান। অভিযোগ জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন একাধিক ভুক্তভোগী পরিবারের সদস্যরাও।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগটি গ্রহণ করে জানান, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএনপির পক্ষ থেকে অভিযোগে বলা হয়েছে, ২০১৯ সাল থেকে সরকার পতনের আগ পর্যন্ত সময়ে অন্তত ১১টি গুমের ঘটনা ঘটেছে, যার প্রত্যেকটিতে ওই সময় ক্ষমতায় থাকা ব্যক্তিদের প্রত্যক্ষ ও পরোক্ষ জড়িত থাকার প্রমাণ রয়েছে। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, তারা শুধুমাত্র বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে নিপীড়নের শিকার হন এবং অনেকের স্বজন এখনো নিখোঁজ।
সালাহউদ্দিন খান বলেন, “এই ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। এটা ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার একটি ধারাবাহিক কৌশল। আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আশ্রয় নিয়েছি, কারণ দেশে নিরপেক্ষ বিচার পাওয়া সম্ভব নয়।”
এ বিষয়ে আওয়ামী লীগের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে বিশ্লেষকদের একাংশ বলছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের বিষয়গুলো আন্তর্জাতিক পরিসরে নতুন মাত্রা যোগ করতে পারে।
আইন বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গৃহীত হয় এবং গ্রহণযোগ্য তথ্য-প্রমাণ উপস্থাপিত হয়, তাহলে এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় বিচারযোগ্য হতে পারে।